SLST Teachers

এসএলএসটি চাকরিহারাদের বিক্ষোভে ধুন্দুমার ধর্মতলা ও পার্ক স্ট্রিট চত্বর, টেনে হিঁচড়ে তুলে যাওয়া হল লালবাজারে

এসএলএসটি চাকরিহারাদের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ ধর্মতলা চত্বর। টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হল লালবাজারে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগল প্রায় এক ঘণ্টা।

এক আন্দোলনকারীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে এসএলএসটি চাকরিহারা প্রার্থীর ময়দান মেট্রো স্টেশনের কাছে জমায়েত শুরু করেছিল। মিছিল শুরু হতেই পুলিশের ধরপাকড় চলেল। বাসে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। পরে ডোরিনা ক্রসিংয়ে বসে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, ওয়াই চ্যানেলে পুলিশ বাস রেখেছে। তাঁদের বসতে দিচ্ছে না। পাশাপাশি, আদালতের কাছে বিচারের দাবি জানিয়ে তাঁরা।? 

আজ, বৃহস্পতিবার সকালে কালীঘাট অভিযানের ডাক দেয় এসএলএসটি চাকরিহারা প্রার্থীরা। সেই মত জমায়েত শুরু হয়। কথা ছিল মিছিল করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও তাঁরা মিছিল শুরু করলে, ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। তাঁদের ছত্রভঙ্গ করতে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাঁদের কাউকে ভাঙড়ে ছেড়ে দিচ্ছে কাউকে বাইপাসের ধারে।? 

এ দিন এক মহিলা আন্দোলনকারী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবেই মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের গ্রেফতার করে কাউকে ভাঙড় কাউকে সাইন্স সিটির কাছে ছেড়ে দিচ্ছে। আমারা নিরাপত্তাহীনতায় ভুগছি।”? 

এর পরই তাঁরা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। কার্যত অবরূদ্ধ হয়ে যায় যান চলাচল। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়। কলকাতা ও হাওড়ার মধ্যেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তাঁদেরকে ওয়াই চ্যানেলে ফেরত যেতে বলে। তার পরেও তা না মানলে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে বাসে তোলা হয়। নিয়ে যাওয়া হয় লালবাজার।? 

এ দিন ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্দিরা বলেন, “এ ভাবে ব্যস্ততম রাস্তা দীর্ঘক্ষণ আটকে থাকতে পারে না। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তাঁদের কথা মাথায় রেখেই আমরা কাজ করছি।” তিনি আরও বলেন, “মিছিল করার অনুমতি ছিল না। আমরা ওয়াই চ্যানেলে ফিরে যেতে বললাম। কিন্তু গেল না। কেন গেল না আমি তা বলতে পারব না।? 


Share