Mamata Banerjee

গঙ্গাসাগর মেলায় প্রস্তুতি খতিয়ে দেখবেন অরূপ বিশ্বাস-সহ রাজ্যের সাতজন মন্ত্রী, যুবভারতীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ‘ভিআইপি কালচার’ নিয়ে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুণ্যার্থীর নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে সাড়ে তিন হাজার ভলান্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার। সকল পুণ্যার্থীর জন্য বিমার ব্যবস্থা থাকবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। মোট ২৫০০ বাস, ২৫০ লঞ্চ এবং ২১টি জেটি সচল থাকবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৩

‘ভিআইপি কালচার চলবে না।’ গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর নিয়ে নবান্নে রাজ্যের সব মন্ত্রী, আমলাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাতেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাজ‍্যের সাতজন মন্ত্রীকে তা সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এর পরে এমন ধরনের অনুষ্ঠান যেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে, সেখানে ‘ভিআইপি কালচার’ বন্ধ করা নিয়ে মুখ্যমন্ত্রী যে কঠোর অবস্থান নেবেন তা স্পষ্ট ছিল রাজনৈতিক মহলের কাছে। নবান্ন সূত্রের খবর, এ দিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা যুবভারতীর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তার পরে যাবতীয় আলোচনা শুরু করেন।

২০২৬ সালের ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত হিন্দুদের গঙ্গাসাগর মেলা বসবে। জানা গিয়েছে, ১২ জানুয়ারির মধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সেখানে পৌঁছে যাবেন। সেখানে পৌঁছে নিজের নিজের যায়গা থেকে যাবতীয় দায়িত্ব পালন করবেন। কোনও ‘ভিআইপি কালচার’ বরদাস্ত করা হবে না। সাধারণ পুণ্যার্থীর কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে। সাধারণ পুণ্যার্থীদের যাত্রাপথ নির্বিঘ্ন ও সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি। পুণ্যার্থীর নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে সাড়ে তিন হাজার ভলান্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার। সকল পুণ্যার্থীর জন্য বিমার ব্যবস্থা থাকবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। মোট ২৫০০ বাস, ২৫০ লঞ্চ এবং ২১টি জেটি সচল থাকবে।

নবান্ন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার তদারকির জন্য রাজ্যের সাতজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, বেচারাম মান্না, পুলক রায়, সুজিত বসু, ববি হাকিম, স্নেহাশীষ চক্রবর্তী, মানস ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছেন। যুবভারতীকান্ডের পরে বিতর্কের শিরোনামে থাকা অরূপ বিশ্বাসকেও দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি অনুষ্ঠানে অশান্তি ছড়ায়। টিকিট কেটে আসা সমর্থকদের অভিযোগ, তাঁরা ফুটবলের রাজপুত্র মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছেন। কিন্তু নেতা-মন্ত্রী এবং তাঁদের সাগরেদদের জন‍্য দেখতে পাননি। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। স্টেডিয়ামে চলে ভাঙচুর, তাণ্ডব। মেসির অনুষ্ঠানে যোগদান করতে আসার পথেই মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে হয়। ঘটনার গুরুত্ব এতটাই ছিল, যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়। জনসাধারণের কাঠগড়ায় উঠতে হয়েছে তৃণমূল এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। 


Share