Abhishek Banerjee

বিধানসভা ভোটের আগে মহেশতলায় ‘সেবাশ্রয় ২’ শুরু, স্বাস্থ্যশিবির উদ্বোধনে অভিষেক

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে মহেশতলায় শুরু হল তৃণমূলের ‘সেবাশ্রয় ২’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনে সাত দিন ধরে বিনামূল্যে স্বাস্থ্যশিবির চলবে। আগে ডায়মন্ড হারবারে সাড়া পাওয়ার পর ফের উদ্যোগ শাসক দলের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ফের জনসংযোগ বাড়াতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। সোমবার নিজের সংসদীয় এলাকা মহেশতলায় ‘সেবাশ্রয় ২’-এর সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলা বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে এই প্রকল্পের স্বাস্থ্যশিবির।

উদ্বোধনের পর দিনভর একাধিক ক্যাম্প ঘুরে দেখেন অভিষেক। মহাপুরুষদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিবিরের সামগ্রিক প্রস্তুতি এবং পরিষেবা ব্যবস্থাপনা দেখেন। রোগী ও স্বাস্থ্যকর্মীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে দলীয় নেতৃত্বকে পরামর্শও দেন তিনি।

এদিন সকাল ১০টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় ‘সেবাশ্রয় ২’-এর। আগামী সাত দিন মহেশতলার বিভিন্ন এলাকায় চলবে এই স্বাস্থ্যশিবির। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির খোলা থাকবে এবং স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।

চলতি বছরের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে প্রথম ‘সেবাশ্রয়’-এর সূচনা হয়েছিল। পরপর ৭৫ দিন ধরে একাধিক বিধানসভা কেন্দ্রে চোখ, কান, গলা, রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যানসারের মতো জটিল রোগেরও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পাওয়ার পরই দ্বিতীয় পর্বের আয়োজন করার সিদ্ধান্ত নেয় তৃণমূল।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে জনমুখী উদ্যোগ জোরদার করে ভোটের সমীকরণে বাড়তি সুবিধা পেতেই শাসক দলের এই পদক্ষেপ।


Share