Partha Chatterjee

জামিন পাওয়ার পরও সশরীরে হাজিরা না দেননি পার্থ চট্টোপাধ্যায়, জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক

পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে ব্যাঙ্কশাল আদালতের চরম হুঁশিয়ারি। সশরীরে হাজিরা না দিলে জামিন বাতিল হতে পারে। বিচারক শুভেন্দু সাহার ক্ষোভ, 'পচা শামুকে পা কাটবেন না।'

পার্থ চট্টোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০১:৪৭

ব্যাঙ্কশাল আদালত বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে। সশরীরে হাজিরা না দিলে তাঁর জামিন বাতিল হতে পারে। এ দিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়া পার্থের জন্য উপনির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি।

বিচারক শুভেন্দু সাহা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আদালতে তিনি জানতে চান, পার্থের চিকিৎসক কি বেড রেস্টের পরামর্শ দিয়েছেন কি না। নথিতে বেড রেস্ট উল্লেখ না থাকায় বিচারক প্রশ্ন করেন, তবুও কেন পার্থ চট্টোপাধ্যায় আদালতে উপস্থিত হননি।

আইন অনুযায়ী, উচ্চ আদালত থেকে জামিন পেলেও সেই জামিনের শর্তগুলো নিম্ন আদালতে মানা বাধ্যতামূলক। পার্থের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। এ দিন পার্থর আইনজীবী অসুস্থতার কারণ দেখালেও আদালত তা গ্রহণ করেনি।

বিচারক সতর্ক করে জানান, যদি প্রয়োজন হয়, জামিন বাতিলও করা যেতে পারে। তিনি আরও মন্তব্য জানান, আশা করি পচা শামুকে পা কাটবেন না।


Share