Attempt to Robbery at Bank

কাঁধে ঋণের বোঝা, লোনের কিস্তি মেটাতে খেলনা বন্দুক নিয়ে ব্যাঙ্ক লুঠের চেষ্টা, সার্ভে পার্কে গ্রেফতার যুবক

লালবাজার জানিয়েছে, ধৃত যুবকের নাম ডালিম বসু। তিনি সার্ভে পার্কের সাউথ রোডের বাসিন্দা। তিনি ডাক বিভাগের কর্মী।

উদ্ধার হওয়া খেলনা বন্দুক এবং ছুরি।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১১ এপ্রিল ২০২৫ ১২:০০

লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা কাঁধে। সেই ঋণের কিস্তি মেটাতে অন্য পথ বেছে নিল এক যুবক। সার্ভে পার্কে খেলনা বন্দুক নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ল যুবক। আজ, শুক্রবার দুপুরে সার্ভে পার্কের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঘটনাটি ঘটেছে। ব্যাঙ্কে কর্মরত নিরাপত্তারক্ষী এবং কর্মীদের হাতে ধরা পড়েছে ওই যুবক। ধৃতের নাম ডালিম বসু ওরফে তাতাই। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।? 

জানা গিয়েছে, ধৃত ডালিম বসু ওই ব্যাঙ্কের শাখা থেকে ১০০ মিটারের মধ্যে থাকেন। ডালিম পেশায় ডাকবিভাগের কর্মী। বাড়িতে বাবা এবং স্ত্রী রয়েছেন। ডালিমের বাবা বেসরকারি সংস্থায় কর্মরত। জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ ডালিম ওই ব্যাঙ্কে যান। ঢুকেই আচমকা মূল দরজা বন্ধ করে দেন। এর পরই পকেট থেকে বন্দুক বের করেন। ভয়ে ব্যাঙ্ককর্মী এবং গ্রাহকেরা ছোটাছুটি শুরু করেন। বন্দুক উঁচিয়ে টাকা চাইতে শুরু করে ডালিম। কর্মরত নিরাপত্তারক্ষীরা তাঁকে পিছন থেকে ধরে ফেলে। এর পরেই দেখা যায়, এত ক্ষণ যে বন্দুকটি দিয়ে ভয় দেখাচ্ছিলেন, সেটা আসলে খেলনা বন্দুক। যুবকের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে।? 

শুক্রবার লালবাজার জানিয়েছে, ডালিমের ঘাড়ে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা রয়েছে। ২৪ লক্ষ টাকার গৃহঋণ, পাঁচ লক্ষ টাকা বাড়ি সংস্কারের জন্য এবং দু’লক্ষ টাকা বাইকের ঋণ রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার বেশি ঋণ রয়েছে তাঁর। সেই ঋণ পরিশোধ করতে পড়ছিলেন না। তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করছে পুলিশ। ওই ব্যাঙ্কের ম্যানেজার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ডালিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।? 


Share