Indian Premier League

আইপিএলের ম্যাচের জন্য ময়দান এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ করল প্রতিরক্ষা মন্ত্রক

ময়দান চত্বরে গাড়ির পার্কিং বন্ধ করল প্রতিরক্ষা মন্ত্রক। সেই মর্মে সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে। মঙ্গলবার রাত ৮টার মধ্যে পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।

আইপিএল চলাকালীন এখানেই গাড়ি পার্কিং করা হয়।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২৫ মার্চ ২০২৫ ১২:০০

আইপিএলের জন্য ময়দান এলাকায় পার্কিং নিষিদ্ধ করল প্রতিরক্ষা মন্ত্রক। ময়দানের সমস্ত জমি প্রতিরক্ষা মন্ত্রকের। সেই জমিতে গাড়ি পার্কিংয়ের জন্য কলকাতা পুলিশ প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কোনও অনুমতি নেয়নি। সেই মর্মে সোমবার বিজ্ঞপ্তি জারি করে ময়দান চত্বরে কোনও পার্কিং করা করা যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। কলকাতা পুলিশকে মঙ্গলবারের মধ্যে সমস্ত ব্যারিকেড সরিয়ে নিতে বলা হয়েছে।? 

আইপিএলের এই ম্যাচগুলিতে কলকাতা নাইট রাইডার্সের প্রচুর সমর্থক খেলা দেখতে আসার কথা রয়েছে। ফলে পরবর্তী ম্যাচের দিনগুলিতে ময়দান চত্বরে গাড়ির চাপ ক্রমশ বাড়তে পারে। দর্শকদের গাড়ি পার্কিংয়ের একমাত্র জায়গা ছিল ওই ময়দান চত্বর। সোমবার প্রতিরক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গবাসী মাঠ এবং তার আশপাশের এলাকায় ২২ মার্চ গাড়ি পার্কিং করা করা হয়েছিল। এ বার থেকে আর করা যাবে না।? 

নিয়ম অনুযায়ী, সিএবি সেনার জমি ব্যবহারের অনুমতি চেয়ে পূর্বাঞ্চলীয় অধিকর্তার দফতরে চিঠি দিতে হয়। সেনা এনওসি দিয়ে লালবাজারকে জানায়। তার পরই লালবাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়। তাঁদের দাবি, সেনার থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওই এলাকা ভারতীয় সেনার প্রশিক্ষণের জন্য ব্যবহিত করা হয়। তাই সেই জায়গা ব্যবহার করতে সেনার তরফে বিশেষ অনুমতি প্রয়োজন হয়। তাই গাড়ি পার্কিংয়ের জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়নি। প্রতিরক্ষা মন্ত্রক এটাও জানিয়েছে, আজ, মঙ্গলবার সন্ধ্যা ৮টার মধ্যে ময়দান এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য পুলিশের সব ব্যারিকেড সরিয়ে দিতে বলা হয়েছে।? 

ইডেনে মোট ন’টি ম্যাচ খেলার কথা কেকেআরের। সেগুলির মধ্যে ২২ মার্চ উদ্বোধনী ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি ম্যাচ ৩ এপ্রিল, ৬ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে। এর মধ্যে ৬ এপ্রিল এবং ৪ মে খেলা শুরু হওয়ার কথা বিকেল সাড়ে ৩টে থেকে। বাকি দিনগুলিতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা শুরু হবে। উল্লেখ্য, ৬ এপ্রিলের ম‍্যাচে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। কারণ সেদিন রামনবমী রয়েছে। সেই মর্মে ম্যাচটি ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খেলা হবে গুয়াহাটিতে।? 


Share