Nipah Virus

নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আরও এক নার্স এবং চিকিৎসক! ভর্তি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে

নিপা ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসতেই আপৎকালীন পরিস্থিতিতে বেলেঘাটা আইডি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, ১০টি আপৎকালীন শয্যা এবং ওয়ার্ডে ৪৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ভেন্টিলেশনও প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

বেলেঘাটা আইডি হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০২:৪৯

নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শের আসা দু’জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজন নার্স এবং অপর জন চিকিৎসক। তাঁদের লালার নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন‍্য ল‍্যাবে পাঠানো হবে।

নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই নার্স। তাঁরা বর্তমানে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই ‘কন্টাক্ট ট্রেসিং’ (তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, তা চিহ্নিত করা)-এর কাজ শুরু হয়। এর পরেই একজন নার্স এবং একজন চিকিৎসকে চিহ্নিত করা হয়।

হাসপাতাল সূত্রের খবর, নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা নার্সকে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আনা হয়েছে। চিকিৎসক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু অসুস্থতা বোধ করায় তাঁকে বেলেঘাটা আইডিতে আনা হয়েছে। তাঁদের দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স কিছুদিন আগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় গিযেছিলেন। সেখানে গিয়ে কার কার সংস্পর্শে এসেছেন, তা নিয়ে খোঁজখবর নিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে। তাতে ৪৮ জনকে চিহ্নিত করা হয়েছে।

গোটা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রাজ্যকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

অন‍্যদিকে, নিপা ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসতেই আপৎকালীন পরিস্থিতিতে বেলেঘাটা আইডি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, ১০টি আপৎকালীন শয্যা এবং ওয়ার্ডে ৪৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ভেন্টিলেশনও প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।


Share