Amrit Bharat Station

২৫ হাজার কোটির ‘অমৃত ভারত স্টেশন’ মিশন, পশ্চিমবঙ্গে বদলে যাচ্ছে ১০১টি রেলস্টেশন

২৫ হাজার কোটির ‘অমৃত ভারত স্টেশন প্রকল্পে’ দেশজুড়ে ১৩০০-এর বেশি রেলস্টেশনের আধুনিকীকরণ। পশ্চিমবঙ্গে ১০১ স্টেশনে ৩৬০০ কোটির উন্নয়ন, বদলাচ্ছে যাত্রী অভিজ্ঞতা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০২:৩৮

২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’কে রেল স্টেশন পুনর্নির্মাণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে এক হাজার ৩০০টিরও বেশি স্টেশন আধুনিক রূপে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এর মধ্যে পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনও রয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের লক্ষ্য কেবল স্টেশনগুলির আধুনিকীকরণ নয়, বরং সংশ্লিষ্ট স্টেশন চত্বর ও পরিকাঠামোর সার্বিক রূপান্তর।

রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা, শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য, উন্নত যাতায়াত ব্যবস্থা, আধুনিক প্রতীক্ষালয়, ডিজিটাল তথ্যব্যবস্থা এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরা স্থাপত্যশৈলীতে স্টেশনগুলিকে নতুন করে সাজানো হচ্ছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ওই ১০১টি স্টেশনের উন্নয়নে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। মহানগরের গুরুত্বপূর্ণ কেন্দ্র, সীমান্তবর্তী শহর এবং জনপ্রিয় তীর্থস্থান সব ধরনের স্টেশনই এই উন্নয়ন প্রকল্পের আওতায় এসেছে। তালিকায় রয়েছে হাওড়া, শিয়ালদহ, নিউ জলপাইগুড়ি, খড়গপুর, আসানসোল, ব্যান্ডেল, চন্দননগর, মালদহ টাউন, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শালিমার ও সাঁতরাগাছি।

নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশেষ গুরুত্ব দিয়ে এখানে নতুন টার্মিনাল, এয়ার কনকোর্স ও উন্নত যাত্রী পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, যাতে এটি উত্তর-পূর্ব ভারতের আধুনিক প্রবেশদ্বার হিসেবে গড়ে ওঠে। এই কাজের জন্য প্রায় ৩৩৫ কোটি টাকা অনুমোদিত হয়েছে। সাঁতরাগাছি স্টেশনের উন্নয়নে বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৮০ কোটি টাকা। সেখানে একটি গুরুত্বপূর্ণ মাল্টি-মোডাল হাব তৈরি করা হচ্ছে, যার ফলে হাওড়া স্টেশনের উপর চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আসানসোল ও শালিমার স্টেশনেও দ্রুতগতিতে উন্নয়নমূলক কাজ চলছে।

পূর্ব রেল আরও জানিয়েছে, ইতিমধ্যেই এই জ়োনে ২৫০টি লিফট বসানো হয়েছে এবং ৪০০টিরও বেশি এসকালেটর চালু করা হয়েছে। পাশাপাশি ৫১০টি স্টেশনে ওয়াইফাই পরিষেবাও উপলব্ধ রয়েছে।


Share