Special Intensive Revision

ভোটার তালিকা নিবিড় সংশোধনে মৃতের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯, শুক্রবার বিকেল চার'টে পর্যন্ত তথ্য দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৮ লক্ষের বেশি নাম। মৃত ও ভুয়ো ভোটার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এনুমারেশন ফর্ম আপলোডে বিলম্বে কমিশনের অসন্তোষ, পাঁচ আইএএস নিয়োগ পর্যবেক্ষণে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। একদিনে ভুয়ো ভোটার সংখ্যায় রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তালিকায় মৃত ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, খসড়া তালিকা তৈরী হওয়া পর্যন্ত এই সংখ্যা আরোও পাঁচ থেকে ছ'হাজার বাড়তে পারে।

কমিশন সূত্রের খবর, শুক্রবার বিকেল চার'টে পর্যন্ত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯ জন।  স্থানান্তরিত ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬ জন।

উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে একাধিক বিধানসভা কেন্দ্রে থাকা নাম, যা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত। যা সোমবার বিকেল পর্যন্ত ছিল ১ লক্ষ ২৩ হাজার ২১৫ জন। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেই সংখ্যা হয়েছিল ১ লক্ষ ৩৪ হাজার ২৩২। বুধবার পর্যন্ত এই সংখ্যা হয়েছিল ১ লক্ষ ৩৫ হাজার ৬২৭ জন। বৃহস্পতিবার এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫। শুক্রবার এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৯৬১ জন।

শুক্রবার বিকেল পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৫৮ লক্ষ ১৮ হাজার ৪৮৭ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। যে সংখ্যাটা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ জন। বুধবার পর্যন্ত ছিল ৫৭ লক্ষ ৫২ হাজার ২০৭ জন।

কমিশন সূত্রের খবর, এখনও বেশ কয়েকটি জেলায় এনুমারেশন ফর্ম আপলোড করা হচ্ছে না। এর ফলে প্রকৃত সংখ্যাটা জানা যাচ্ছে না। ওই সমস্ত বুথে দায়িত্বে থাকা বিএলও-দের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

উল্লেখ্য, সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বুধবার তাঁরা সিইও অফিসে বৈঠক করেন। এসআইআর বিষয়ক কাজ নিয়ে তাদের আজকের আলোচনা ছিল। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁচটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন।


Share