RBI New Rule For BSBDA Account

জনতাকে ব‍্যাঙ্কমুখী করতে ঢালাও সুবিধা! বিনামূল্যে চেকবই এবং ডেবিট কার্ড, নতুন নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের

‘বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট’-এর ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে, ২০১৯ সালে শেষবার এই সংক্রান্ত নির্দেশ জারি করেছিল আরবিআই। পরবর্তীকালে আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গেই সেই নির্দেশ পর্যালোচনার প্রয়োজন হয়ে পড়ে। আরও বেশি সংখ্যক মানুষ যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে উৎসাহী হন, তার জন্য সুবিধার বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

বিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০১:০৩

সাধারণ মানুষকে ব্যাঙ্কমুখী করতে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ঢালাও সুবিধা দিতে চলেছে আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া)। ‘বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট’ খুললে গ্রাহক বিনামূল্যে কী কী পরিষেবা পাবেন, সম্প্রতি তার খসড়া প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক। 

সেখানে বলা হয়েছে, এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আর ন্যূনতম ‘ব্যালান্স’ রাখা বাধ্যতামূলক থাকছে না। চেকবইয়ের জন্য গ্রাহককে বাড়তি কোনও টাকাও গুনতে হবে না। এটিএম কার্ড ছাড়া অন্যান্য উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুললেও দিতে হবে না আলাদা কোনও খরচ। এমনকি, গ্রাহক ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনা খরচে।

সংশ্লিষ্ট মহলের খবর, এতদিন বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের চেকবই পরিষেবা পেতে গেলে বাড়তি খরচ করতে হত। আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী, বছরে অন্তত ২৫টি পাতার চেকবইয়ের সুবিধা বিনামূল্যে মিলবে। প্রত্যেক গ্রাহককে ডেবিট কার্ড দেওয়ার নির্দেশ আগেও ছিল। কিন্তু সেই কার্ডের পরিষেবা বাবদ খরচ গ্রাহকের থেকেই আদায় করত ব্যাঙ্ক গুলি। নতুন খসড়ায় বলা হয়েছে, কার্ড রাখার জন্য ‘অ্যানুয়াল ফি’ বাবদ কোনও টাকা গ্রাহকের থেকে আদায় করা যাবে না। নতুন কার্ড ইস্যু এবং নবীকরণের ক্ষেত্রেও কোনও চার্জ আরোপ করা হবে না।

রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান নিয়ম অনুযায়ী, বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে বিনা খরচে সর্বাধিক চারবার টাকা তোলা যায়। এর মধ্যে যেমন ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা রয়েছে, তেমনই রয়েছে একাধিক উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা ‘ট্রান্সফার’। নতুন খসড়ায় আরবিআই জানাচ্ছে, ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে মাসে সর্বাধিক চারটি সুযোগই দেওয়া হবে বিনামূল্যে। তবে পয়েন্ট অব সেল বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট, ইউপিআই, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএসের মতো অনলাইনে টাকা তোলা বা পাঠানোর বিষয়টি এই চারটি লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। এ সব অনলাইন লেনদেনের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া, ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়মগুলি বলবৎ হবে। নতুন খসড়ায় আরও বলা হয়েছে, গ্রাহককে পাশবইয়ের সুবিধা অথবা মাসিক লেনদেন সংক্রান্ত বিবরণী দিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে ওই পরিষেবা দিতে হবে কাগজে বা ই-মেলের মাধ্যেমে। ব্যাঙ্ক চাইলে এ সবের বাইরে আরও কোনও পরিষেবা টাকার বিনিময়ে দিতে পারে। 

আরবিআই জানিয়েছে, কোনও গ্রাহক একবার কোনও ব্যাঙ্কে বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুললে ওই ব্যাঙ্ক বা অন্য কোনও ব্যাঙ্কে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তিনি ওই ব্যাঙ্কে অন্য কোনও ধরনের সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারবেন না। তবে ‘টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট’ খোলা যেতে পারে। যদি কোনও গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাঙ্কে আগে থেকেই সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে তাঁকে পুরোনোটি বন্ধ করে দিতে হবে। গ্রাহক চাইলে সেটি বেসিক অ্যাকাউন্টে রূপান্তরিতও করে নিতে পারেন।

‘বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট’-এর ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে, ২০১৯ সালে শেষবার এই সংক্রান্ত নির্দেশ জারি করেছিল আরবিআই। পরবর্তীকালে আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গেই সেই নির্দেশ পর্যালোচনার প্রয়োজন হয়ে পড়ে। আরও বেশি সংখ্যক মানুষ যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে উৎসাহী হন, তার জন্য সুবিধার বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সেই সূত্রেই বেশ কয়েকটি নতুন সুবিধা আনার বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।


Share