Delhi Pollution After Dewali

দূষণ ফিরল দিল্লিতে, রাজধানীর ৩৪টি জায়গাকে ‘রেড জোন’ ঘোষণা

বুধবার সকাল থেকেই দিল্লি পুরু ধোঁয়ার আস্তরণে ঢেকেছে। মঙ্গলবার অবশ্য বায়ুর গুণগত মান 'অতি ভয়ানক' পর্যায়ে ছিল। মঙ্গলবার সকাল ৭টার সময় বায়ুর গড় গুণমান ৪৫১ ছিল। সেই তুলনায় বুধবারের পরিস্থিতির সামান্য উন্নতি ঘটেছে।

কালো ধোঁয়ায় ঢেকেছে রাজধানী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০৬:৪৪

দীপাবলির পরেও গোটা একটা দিন কেটে গিয়েছে। তবে এখনও পরিস্থিতি বাগে আসেনি। মঙ্গলবারও গভীর রাত পর্যন্ত রাজধানীতে দেদার বাজি পোড়ানো চলেছে। ফলে বুধবারেও বাতাসের গুণমান খুব খারাপ পর্যায়ে থেকে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি জায়গাকে রেড জোন বলে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-র ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টার সময় বাতাসে 'একিউআই' রেকর্ড হয়েছে ৩৪৫। যা খুব খারাপ অবস্থায় পড়ে। শহরের মোট ৩৮টি পর্যবেক্ষণ এলাকার মধ্যে ৩৪টি এলাকাই 'রেড জোন' তালিকাভুক্ত করা হয়েছে। বেশিরভাগ এলাকাই বাতাসের গুণমান 'ভয়ানক' পর্যায়ে রয়েছে।

বুধবার সকাল থেকেই দিল্লি পুরু ধোঁয়ার আস্তরণে ঢেকেছে। মঙ্গলবার অবশ্য বায়ুর গুণগত মান 'অতি ভয়ানক' পর্যায়ে ছিল। মঙ্গলবার সকাল ৭টার সময় বায়ুর গড় গুণমান ৪৫১ ছিল। সেই তুলনায় বুধবারের পরিস্থিতির সামান্য উন্নতি ঘটেছে।

প্রসঙ্গত, শস্য পোড়ানোর ফলে দিল্লিতে দূষণ বাড়ে বলে বহুদিনের অভিযোগ। তবে এই বছর সেই রীতি ৭৭.৫ শতাংশ কমেছে। তবে দূষণের চেহারাটা বদলায়নি। 

উল্লেখ্য, বাতাসে গুণগত সূচক এএইকিউ এর পরিমাণ শুণ্য থেকে ৫০ - এর মধ্যে হলে ‘ভালো’ বলে ধরে নেওয়া হয়। ৫১ থেকে ১০০ হলে তা সন্তোষজনক পর্যায়ে থাকে। ১০২ থেকে ২০০ থাকলে মাঝারি, ২০১ থেকে ৩০০ হলে খারাপ, ৩০১ থেকে ৪০০ হলে খুব খারাপ, ৪০১ থেকে ৪৫০ হলে ভয়ানক এবং ৪৫০ - এর বেশি হলে অতি ভয়ানক পরিস্থিতি  হয়। 

প্রতি বছরের মত এ বারের দুষণ আটকাতে এক গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আতশবাজি ও শব্দবাজির ওপর নানা বিধিনিষেধ জারি করে সুপ্রিম কোর্ট। তবে কোনও নিষেধাজ্ঞা মানেনি দিল্লিবাসী।


Share