Modi Flight Delayed

ঘন কুয়াশা ও দূষণের কবলে দিল্লি, বিলম্বিত প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক জর্ডন সফর

দিল্লিতে ঘন কুয়াশা ও বায়ু দূষণের জেরে বিলম্বিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জর্ডন যাত্রা। শুধু প্রধানমন্ত্রীর ফ্লাইটই নয়, রাজধানীতে ঘন কুয়াশা ও বায়ু দূষণের প্রভাব পড়েছে একাধিক বিমানের ওঠানামায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩২

দিল্লিতে ঘন কুয়াশা ও বায়ু দূষণের জেরে বিলম্বিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা। সোমবার সকাল আটটায় জর্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও, কম দৃশ্যমানতার কারণে নির্ধারিত সময়ে উড়তে পারেনি প্রধানমন্ত্রীর বিমান। কুয়াশার প্রভাবে দিনের আলোতেও অন্ধকার নেমে আসে দিল্লিতে। তবে প্রধানমন্ত্রীর ফ্লাইটটি কখন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য নেই।

শুধু প্রধানমন্ত্রীর ফ্লাইটই নয়, রাজধানীতে ঘন কুয়াশা ও বায়ু দূষণের প্রভাব পড়েছে একাধিক বিমানের ওঠানামায়। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কুয়াশার কারণে বিমান পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের অসুবিধা কমাতে চেষ্টা করা হচ্ছে এবং সকলকে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে। অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে কুয়াশার প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও।

এদিকে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার তরফেও পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কম দৃশ্যমানতার কারণে বিমানের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কুয়াশার জেরে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি দু’দিনের জর্ডন সফর। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী জর্ডন সফরে যাচ্ছেন। সফরকালে জর্ডনের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি তিনি জর্ডনের ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।


Share