Indigo

ইন্ডিগো উড়ান বিভ্রাট নিয়ে পাইলট সংগঠনের বিস্ফোরক অভিযোগ, ‘পূর্ব পরিকল্পিতভাবে তৈরি হয়েছে এই সংকট’

ইন্ডিগোর ব্যাপক ফ্লাইট বিভ্রাটকে ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিযোগ তুলল পাইলট সংগঠন। ছয় হাজারের বেশি ফ্লাইট বাতিল–বিলম্বে বিপাকে ন'লক্ষ যাত্রী। ফ্লাইট ডিউটি সময় বাড়ানোর উদ্দেশ্যে সংস্থা সংকট তৈরি করেছে বলেই দাবি ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস।

ইন্ডিগো বিমান
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০১:২৫

দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চলমান উড়ান বিভ্রাট আকস্মিক নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা গুরুতর সমস্যার ফল, এমনই অভিযোগ তুলেছে পাইলটদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। সংগঠনের সভাপতি সিএস রণধাওয়ার দাবি, সারা দেশে ইন্ডিগোর ফ্লাইট বাতিল এবং বিলম্বের পিছনে সংস্থার ‘পূর্বপরিকল্পিত পদক্ষেপ’ রয়েছে।

রণধাওয়ার অভিযোগ, ইন্ডিগো ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে। সংস্থার উদ্দেশ্য হল ফ্লাইট ডিউটি টাইম লিমিট শিথিল করার পথে চাপ তৈরি করা, যাতে পাইলটদের দিয়ে আরও বেশি সময় কাজ করানো যায়। ফলে পাইলটদের সর্বোচ্চ কাজের সময়সীমা বাড়ানোর চেষ্টাই চলছে বলে দাবি তাঁর।

গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত প্রায় ছ'হাজার ফ্লাইট বাতিল বা দেরি হয়েছে। ভোগান্তির শিকার হয়েছেন প্রায় ন'লক্ষ যাত্রী। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইন্ডিগোর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ও ফৌজদারি অভিযোগ দায়েরের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

ক্যাপ্টেন রণধাওয়ার আরও দাবি, ২ ডিসেম্বর থেকেই ইন্ডিগো জানত যে কর্মী সংকট ও সফটওয়্যার সমস্যার কারণে ফ্লাইট পরিষেবায় বিপর্যয় তৈরি হতে পারে, তবুও প্রয়োজনীয় পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ। তিনি জানান, তাঁরা প্রথম দিন থেকেই সন্দেহ করেছিল এ সবই পরিকল্পিত। বিমান আছে, কর্মীও রয়েছেন। কিন্তু তবুও ফ্লাইট বাতিল হচ্ছে এটা নজিরবিহীন এবং বেদনাদায়ক।

সংস্থার শীর্ষকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি। রণধাওয়ার মতে, যাত্রীদের ঘুরপথে পাঠানো, উড়ান বাতিল বা দেরিতে চলার ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে মানসিক অত্যাচারও হয়েছে বলে অভিযোগ তাঁর। এসবের দায় ইন্ডিগোকেই নিতে হবে, দাবি পাইলট সংগঠনের।


Share