Special Intensive Rivision

বড়দিনের আগে নয় শুনানি! ২৬–২৭ ডিসেম্বর থেকে ভোটার শুনানি শুরু হওয়ার ইঙ্গিত নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু হতে পারে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, কোনও ভোটারকে শুনানিতে ডাকার ক্ষেত্রে নোটিস দেওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বুথের বিএলওরা ভোটারের বাড়িতে গিয়ে সেই নোটিসের হার্ড কপি পৌঁছে দেবেন। তবে এই নোটিস কবে থেকে ভোটারদের বাড়িতে পৌঁছবে, তা নিয়ে এখনও স্পষ্ট নয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫৫

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তা হলেও শুনানি কবে শুরু হবে, তা নিয়ে চলছে জল্পনা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর, বড়দিনের আগে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন সূত্রের আরও জানা গিয়েছে, আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে শুনানি পর্ব শুরু হতে পারে।

নির্বাচন কমিশনের অনুযায়ী, কোনও ভোটারকে শুনানিতে ডাকার ক্ষেত্রে নোটিস দেওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বুথের বিএলওরা ভোটারের বাড়িতে গিয়ে সেই নোটিসের হার্ডকপি পৌঁছে দেবেন। তবে এই নোটিস কবে থেকে ভোটারদের বাড়িতে পৌঁছবে, তা নিয়ে এখনও স্পষ্ট নয়।

শুক্রবার রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, প্রাথমিক ভাবে প্রায় ৩২ লক্ষ ভোটারকে নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হবে। এঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক হয়নি। কমিশনের ধারণা, সব ঠিকঠাক থাকলে শিগগিরই বাড়ি বাড়ি নোটিস বিতরণ শুরু হতে পারে। 

যদিও এখনও ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’-এর তালিকায় থাকা প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্য যাচাই বা স্ক্রিনিং চলছে। সেই কারণে ঝাড়াই-বাছাই করে ধাপে ধাপে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফলে বড়দিনের আগে কোনও ভোটারকে শুনানিতে ডাকা হবে না বলেই সূত্রের খবর।


Share