Narendra Modi

‘ও দলের সম্পদ,’ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন

দলীয় নেতারা জানান, এই পদক্ষেপটি সংগঠনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে বলতে গিয়ে তাঁরা জানাচ্ছেন, আগামী কয়েক মাসে দলের নেতৃত্ব ও অভ্যন্তরীণ সমন্বয়ে নীতিন নবীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

(বাঁ দিকে) নীতিন নবীন এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০২:৩৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিজেপির নবনিযুক্ত কার্যকরী সভাপতি তথা বিহারেরসড়ক নির্মাণ মন্ত্রী নীতিন নবীন। বৈঠকের শেষে নিজের সামাজমাধ‍্যমে দিয়ে মোদী বলেন, তাঁরঅভিজ্ঞতা আমাদের বড় সম্পদ।

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নীতিন নবীন।বেশ কিছু ক্ষণ ছিলেন তিনি। বৈঠকে দলীয় বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনেকরছেন।

সমাজমাধ্যমে ওই বৈঠকের কথা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তাঁকেঅভিনন্দন জানিয়ে লেখেন, “আজ বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎহয়েছে। দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছি।”

এর পরেই প্রধানমন্ত্রী লেখেন, ‘’আমি নিশ্চিত, তাঁর সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতা আমাদেরদলের জন্য এক বড় সম্পদ হবে। আমরা সবাই একসঙ্গে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই কাজকরব।”

সোমবার বিহারের মন্ত্রী ও বিজেপি নেতা নীতিন নবীন বিজেপির সদর দফতরে দলের জাতীয় কার্যকরীসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিরসর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ একাধিক শীর্ষ নেতা সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা জানান, এই পদক্ষেপটি সংগঠনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে বলতেগিয়ে তাঁরা জানাচ্ছেন, আগামী কয়েক মাসে দলের নেতৃত্ব ও অভ্যন্তরীণ সমন্বয়ে নীতিন নবীনগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।


Share