Special Intensive Revision

রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে ৫৭ লক্ষের বেশি নাম, ভুয়ো ভোটার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি! মঙ্গলবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন

সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৭

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৭ লক্ষের বেশি ভোটারের নাম। একদিনে ভুয়ো ভোটার সংখ্যায় রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তালিকায় মৃত ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ৮ হাজার ৫৭৪ জন। সোমবার বিকেল পর্যন্ত ছিল ২৩ লক্ষ ৮৩ হাজার ৮০৯ জন। নতুন করে ১০ হাজার ২২৯ জন মৃতের নাম তালিকায় যুক্ত হল। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮০ হাজার ৩৯৩-তে। সোমবারের তুলনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত সেই তালিকায় আরও ১৫ হাজার ৭৬৪টি ভোটারের নাম বাদের তালিকায় যুক্ত হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে একাধিক বিধানসভা কেন্দ্রে থাকা নাম, যা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত। যা সোমবার বিকেল পর্যন্ত ছিল ১ লক্ষ ২৩ হাজার ২১৫ জন। মঙ্গলবার বিকেল পর্যন্ত একলাফে ১১ হাজার ১৭ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২৩২-এ। যে সব ভোটারের কোনও খোঁজ পাওয়া যায়নি, তার পরিসংখ্যানে বৃদ্ধি পেয়েছে। কমিশন সূত্রের খবর, সোমবারের তুলনায় ৩২ হাজার ৯৩৩টি এমন ভোটার বাদ যাওয়ার তালিকায় নতুন করে নথিভুক্ত হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সংখ্যাটা হল- ১১ লক্ষ ২৭ হাজার ৬৪৩টি।

মঙ্গলবার বিকেল পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৫৭ লক্ষ ১ হাজার ৫৪৮ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। যে সংখ্যাটা সোমবার পর্যন্ত ছিল ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১ জন। ৪৮ ঘন্টার মধ্যে ৯২ হাজার ৫৮৪ জনের নাম বাদের তালিকায় চলে এলো।

কমিশন সূত্রের খবর, এখনও বেশ কয়েকটি জেলায় এনুমারেশন ফর্ম আপলোড করা হচ্ছে না। এর ফলে প্রকৃত সংখ্যাটা জানা যাচ্ছে না। ওই সমস্ত বুথে দায়িত্বে থাকা বিএলও-দের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মঙ্গলবার বিকেল পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে ৯৯.৭৫ শতাংশ। আগামী দু’দিনের মধ্যেই তা শেষ করে ফেলতে হবে।

উল্লেখ্য, সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন।


Share