Ten Maoist Terrorists Eliminated By The Security Force

ছত্তিসগঢ়ের জঙ্গলে ‘যুদ্ধ’, নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে খতম মাওবাদী জঙ্গিনেতা মোডেম বালাকৃষ্ণ, মাথার দাম ছিল এক কোটি টাকা, জানাল কর্তৃপক্ষ

নিরাপত্তাবাহিনী জানিয়েছে, অভিযান এখনও চলছে। সেখানে আরও কোনও মাওবাদী জঙ্গি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করার কাজ জারি রয়েছে। অভিযান শেষ হলেই মৃত মাওবাদী জঙ্গিদের পরিচয় জানানো হবে। আপাতত এক জঙ্গিনেতা-সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।

নিকেশ মাওবাদী জঙ্গিনেতা মোডেম বালাকৃষ্ণ।
নিজস্ব সংবাদদাতা, গড়িয়াবন্দ
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭

ছত্তিসগঢ়ের জঙ্গলে চলছে যুদ্ধ। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম মাওবাদী জঙ্গিনেতা মনোজ ওরফে মোডেম বালাকৃষ্ণ। জানা গিয়েছে, ওই জঙ্গিনেতার মাথার দাম ছিল এক কোটি টাকা। এর পাশাপাশি নিরাপত্তাবাহিনীর গুলিতে আরও ন’জন মাওবাদী জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

জানা গিয়েছে, মাওবাদী জঙ্গিনেতা মনোজ ওরফে মোডেম বালাকৃষ্ণ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। জঙ্গিনেতার খোঁজে অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা।

ছত্তিসগঢ়ের গড়িয়াবন্দ জেলার মইনপুর জঙ্গলে মাওবাদী জঙ্গিরা ঘাঁটি গেড়েছে- গোয়েন্দা মারফত এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়। সিআরপিএফের ‘কোবরা’, ই-৩০ এবং পুলিশের বিশেষ দল অভিযানে নামে। তার কিছু ক্ষণের মধ্যেই জঙ্গলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেই গুলিতেই খতম হয়েছে মাওবাদী জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ ওরফে মোডেম বালাকৃষ্ণ। এর পাশাপাশি মনোজের সঙ্গে থাকা ন’জন মাওবাদী জঙ্গি নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হওয়ার খবর মিলেছে। 

নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে, এ দিন বিকেল পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। সেখানে আরও মাওবাদী জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে কি না, তা নিশ্চিত করার কাজ চলছে। অভিযান শেষ হলেই নিকেশ জঙ্গিদের তথ‍্য বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী জঙ্গিমুক্ত করার সংকল্প নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মর্মে ছত্তিসগঢ়ে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা। জানা গিয়েছে, দিন কয়েক আগে অধাসেনা মাওবাদী জঙ্গি উপদ্রুত এলাকায় ৩০টির বেশি ক‍্যাম্প তৈরি করেছে। সিআরপিএফের তরফে মাওবাদী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে গতি আনার কথা জানানো হয়েছিল। শুধু তা-ই নয়, জঙ্গলের যুদ্ধে সিআরপিএফের ‘কোবরা’ বাহিনী বিশেষ ভাবে সক্রিয় থাকবে বলে জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই ‘কোবরা’ বাহিনীর জওয়ানদের গুলিতেই খতম হয়েছে মাওবাদী জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোডেম বালাকৃষ্ণ।

ছত্তিসগঢ় পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত বছর থেকে এখনও পর্যন্ত যৌথ বাহিনীর হাতে ২৯০ জন মাওবাদী জঙ্গি নিকেশ হয়েছে। এর মধ্যে বস্তারেই ২০৮ জন মাওবাদী জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এ ছাড়াও ওই ডিভিশনের কাঙ্কের, বিজাপুর, সুকমা, দান্তেওয়াড়া-সহ বিভিন্ন জেলায় মাওবাদী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।


Share