Lalu Prasad Yadav

আরজেডির ভরাডুবির পর লালু-কন্যার বিস্ময়কর সিদ্ধান্ত, সব সম্পর্ক ছিন্ন করতে চান রোহিণী

বিহার নির্বাচনে ভরাডুবির পর আরজেডি চেয়ারম্যান লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য এক্সে ঘোষণা করলেন রাজনীতি ও পারিবারিক সম্পর্ক ত্যাগের সিদ্ধান্ত, যা রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে।

লালুপ্রসাদ যাদব ও তার কন্যা
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০৭:১৩

বিহারের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেল লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। ফল প্রকাশের পরের দিনেই নতুন বিতর্ক—শনিবার সামাজিক মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন লালুর মেয়ে রোহিণী আচার্য। শুধু তাই নয়, এক্স হ্যান্ডলে তিনি জানান, পরিবারের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান তিনি।

রোহিণীর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তিনিই ২০২২ সালে নিজের কিডনি দান করে বাবার জীবন ফিরিয়ে আনেন। নির্বাচনের আগেই রোহিণীর ক্ষোভের সুর শোনা গিয়েছিল। সেই সময় দিদির পাশে দাঁড়িয়েছিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদবও। 

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দলের দায়িত্ব বেশিরভাগই তেজস্বী যাদবের হাতে চলে যাওয়ায় কি অন্য সন্তানদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরজেডির প্রার্থী হলেও রোহিণী জয়ী হতে পারেননি। আরজেডির বর্তমান ভরাডুবি—৭৫ আসন থেকে ২৫-এ নেমে আসা—দলের ভেতরকার অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই পরিস্থিতিতে রোহিণীর আকস্মিক ঘোষণা ফের আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে লালু পরিবারকে।


Share