Babulal Marandi Seeks NIA Investigation

ঝাড়খন্ডের ‘গ‍্যাংস্টার’ সুজিতের সঙ্গে প্রাক্তন ডিজির যোগসাজশ! তদন্তের দাবি জানিয়ে এনআইয়েকে চিঠি বাবুলাল মারান্ডির

মারান্ডি দাবি করেছেন, এই অবৈধ ব্যবসা পরিচালনার জন্য সুজিত সিনহাকে নির্বাচিত করেছিলেন ডিজিপি অনুরাগ গুপ্ত। গোটা অবৈধ ব্যবসায় প্রাক্তন ডিজিপি চল্লিশ শতাংশ অংশীদার ছিলেন বলেও অভিযোগ।

ঝাড়খন্ডের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি।
নিজস্ব সংবাদদাতা, রাঁচি
  • শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১২:৩২

ঝাড়খণ্ডের ‘গ্যাংস্টার’ সুজিত সিনহা এবং রাজ‍্যের প্রাক্তন ডিজিপি অনুরাগ গুপ্তের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। 

জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তিনি চিঠি লিখে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি চিঠিতে এই গ‍্যাংয়ের বিরুদ্ধে তোলাবাজি, অবৈধ কার্যকলাপ এবং দুষ্কৃতীদের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার একটি সংগঠিত নেটওয়ার্কের বিস্তৃত তদন্তের দাবি জানান ঝাড়খন্ডের বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি।
বাবুলাল মারান্ডি বলেন, “পূর্ববর্তী সরকারের সময় গুপ্তাজির ডিজিপি পদে পদোন্নতি এই ‘দেওয়া-নেওয়ার ব্যবস্থা’র ফলাফল। তিনি অভিযোগ করেন, প্রাক্তন পুলিশ প্রধানকে ওই পদে বালি, কয়লা, পাথর এবং মদের অবৈধ কারবারকে রক্ষা করার জন্য আনা হয়েছিল। তিনি মগধ বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রি কেলেঙ্কারি-সহ অনুরাগ গুপ্তের সঙ্গে সম্পর্কিত পূর্ববর্তী বিতর্কের কথাও উল্লেখ করেছেন।

তাঁর মতে, এই অবৈধ যোগসাজশ ভারতমালা প্রকল্প এবং তথাকথিত কয়লাঞ্চল শান্তি কমিটির দ্বারা বেআইনি ব‍্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছিল। তিনি জানিয়েছেন, এই নিয়ন্ত্রণে ছোটখাটো টেন্ডার, পাথর সরবরাহ, জমির চুক্তি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ জড়িত ছিল।

মারান্ডি দাবি করেছেন, এই অবৈধ ব্যবসা পরিচালনার জন্য সুজিত সিনহাকে নির্বাচিত করেছিলেন ডিজিপি অনুরাগ গুপ্ত। গোটা অবৈধ ব্যবসায় প্রাক্তন ডিজিপি চল্লিশ শতাংশ অংশীদার ছিলেন বলেও অভিযোগ।


Share