Special Intensive Revision

বুধবার থেকে বিএলও অ‍্যাপে নতুন ফিচার, বিএলএ-দের সঙ্গে বৈঠকের ছবি সমেত আপলোড করতে নির্দেশ কমিশনের

এনিউমারেশন প্রক্রিয়ার শেষ দিনে নতুন অপশন যুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই ‘আপলোড বিএলও-বিএলএ মম’ খুললেই দেখা দিচ্ছে আরও একটি নতুন অপশন ‘রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রেপনেসিস’।

বিএলও-বিএলএ অ্যাপ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৫

এনিউমারেশন প্রক্রিয়ার শেষ দিন ১১ ডিসেম্বরেই আবার নতুন অপশন যুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিএলও অ্যাপে ‘আপলোড বিএলও-বিএলএ মম’ যুক্ত হওয়ার পরে বৃহস্পতিবার সকাল থেকেই অ্যাপ খুললেই দেখা দিচ্ছে আরও একটি নতুন অপশন ‘রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রেপনেসিস’।

এই অপশনের মাধ্যমে বিএলও-রা সন্দেহজনক বা যুক্তিগ্রাহ্য কারণে চিহ্নিত ভোটারদের পুনরায় যাচাই করতে পারবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সিইও ও ডিইও-দের মাধ্যমে বিএলও-দের কাছে অনুপস্থিত হিসেবে চিহ্নিত ১৩,৭৪,৪৬০ জন ভোটারের তালিকা পাঠানো হয়েছে। এই ভোটারদের তথ্য ফের যাচাই করে রিপোর্ট আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন জানাচ্ছে, অযোগ্য ভোটারকে কোনওভাবেই নতুন ভোটার তালিকায় রাখা যাবে না। তাই তালিকা আরও নির্ভুল করার লক্ষ্যে এই নতুন অপশন সংযোজন।

শেষবেলায় পরপর নতুন অপশন যুক্ত হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন বিএলও-রা। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ, এনিউমারেশনের শেষ দিনেও নতুন অপশন যোগ করা হচ্ছে। বুধবারও সকালে একটি নতুন অপশন আসে। প্রতিদিনই কিছু না কিছু যোগ করছে কমিশন। শেষ মুহূর্তে এমন পরিবর্তন থেকে স্পষ্ট, কমিশনের প্রস্তুতি অসম্পূর্ণ ছিল।

এখন দেখার বিষয়, নতুন অপশনগুলিতে তথ্য আপডেট করে নির্ধারিত সময়ের মধ্যে বিএলও-রা কাজ শেষ করতে পারেন কি না।


Share