IndiGo Airlines

ইন্ডিগোর বহু ফ্লাইট বাতিল, পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বার্তা দিলেন বিমানমন্ত্রী কে রামমোহন নাইডু

গত প্রায় তিন দিন ধরে ইন্ডিগো-র বহু ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উল্লেখযোগ্য বার্তা দিলেন বিমানমন্ত্রী কে রামমোহন নায়ডু।

কে রামমোহন
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৭:০২

গত প্রায় তিন দিন ধরে ইন্ডিগো-র বহু ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উল্লেখযোগ্য বার্তা দিলেন বিমানমন্ত্রী কে রামমোহন নায়ডু। টানা তিন দিন দুর্ভোগের পরে শনিবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। এমনটাই দাবি, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের। এরই মধ্যে ইন্ডিগোর ফ্লাইট বিভ্রাটের ঘটনায় যাত্রীদের ক্ষতির বিষয়টি সামনে রেখে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ‘ইন্ডিগো অল প্যাসেঞ্জার অ্যান্ড অ্যানাদার’-এর তরফে।

তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কে রামমোহন বলেন, ‘এই ঘটনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গোটা পরিস্থিতিতে কোথায় সমস্যা ছিল, তার জন্য কে দায়ী, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে। যে বা যাঁরা এই পরিস্থিতির জন্য দায়ী, তাঁদের মূল্য চোকাতে হবে।’ তিনি আরও জানান, আপাতত পরিষেবা স্বাভাবিক করাই অগ্রাধিকার পাবে। যাত্রীদের সমস্ত সাহায্য করা হবে বলেও জানান তিনি। পরিস্থিতির উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে, জানান এই কেন্দ্রীয় মন্ত্রী। 

উল্লেখ্য, যাত্রী সুরক্ষা নিয়ম কার্যকর করতে গিয়ে চরম বিপর্যয়ের মুখে দেশের বৃহত্তম উড়ান সংস্থা ইন্ডিগো। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সমস্যায় গত বুধ, বৃহস্পতি, শুক্রবার দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ দেশের অন্যতম  বিমানবন্দরগুলিতে সংস্থার প্রায় ১০০০টি ফ্লাইট বাতিল হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় একাধিক যাত্রীদের।


Share