Murder Case

বান্ধবীর সাথে সম্পর্ক অন‍্য যুবকের, সন্দেহের বশে যুবককে কুপিয়ে খুন গুজরাতে, প্রামাণ লোপাট করতে দেহের একাধিক টুকরো, গ্রেফতার যুবক

বান্ধবীর সাথে সম্পর্ক অন‍্য যুবকের। সন্দেহের বশে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। পুলিশ সূত্রের খবর, প্রমাণ লোপাট করতে দেহের একাধিক টুকরো করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গুজরাতে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত কিশোর
নিজস্ব সংবাদদাতা, গুজরাট
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০১:১৬

গুজরাটের নখাত্রানা অঞ্চলের মুরু গ্রামের ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ২ ডিসেম্বর থেকে ছ’দিন ধরে নিখোঁজ ছিলেন যুবক রমেশ মহেশ্বরী। নিখোঁজের ডাইরিও করে তাঁর পরিবার। তদন্ত শুরু হতে তাঁরই বন্ধু কিশোরের ওপর সন্দেহ হয় পুলিশের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চমকে যান সবাই। জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করেন, এক তরুণীকে নিয়ে ঝামেলার কারণেই তিনি রমেশকে খুন করেছেন।

জানা গিয়েছে, ওই তরুণীর সাথে অনেক আগে থেকেই রমেশের সম্পর্ক ছিল। নতুন সম্পর্ক বানাতে অভিযুক্ত কিশোর ওই তরুণীকে সমাজমাধ্যমে মেসেজ করেন। তরুণী বিষয়টি রমেশকে জানিয়ে দেয়। এর পরে তাঁদের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়।শেষমেষ রমেশকে রাস্তা থেকে সরানোর সিদ্ধান্ত নেয় কিশোর। কথা বলার বাহানায় রমেশকে গ্রামের নির্জন জায়গায় ডাকেন তিনি। এর পর তাঁকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয়। এর পরে প্রমাণ লোপাট করতে দেহ থেকে মাথা, হাত, পা আলাদা করেন তিনি। শরীরের কিছু অংশ কুয়োতে ফেলে দেন বাকিটা মাটির নিচে পুতে ফেলেন তিনি।

ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। মৃতের দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।


Share