ISIS Terrorist Arrested

নিশানা অমুসলিমরা! বড়দিন এবং নববর্ষে বড়সড় হামলার ছক তুরস্কে, আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে সারা দেশজুড়ে গ্রেফতার ১০০ জনের বেশি

এমন ঘোষণা এমন সময়ে এসেছে, যার দু’দিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে অভিযান চালায়। ওই অভিযানে এক তুরস্কের নাগরিককে আটক করা হয়। অভিযোগ, ওই ব‍্যক্তি সেখানকার ইসলামিক জঙ্গিগোষ্ঠি আইএস শাখার একজন শীর্ষ নেতা।

অমুসলিমদের ওপর হামলার ছক ভেস্তে দিল তুরস্কের সরকার।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:২৯

নিশানায় ছিল অমুসলিমরা। বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠানে করা হয়েছিল হামলার ছক। তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিন ও নববর্ষের অনুষ্ঠানে পরিকল্পিত হামলা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে ১০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শহরের প্রধান কৌঁসুলি জানিয়েছেন, গোটা ইস্তানবুল জুড়ে ১২৪টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ইসলামিক জঙ্গিদের “সংগঠনিক নথি” উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, গোটা সপ্তাহে গোটা তুরস্ক জুড়ে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস সমর্থকেরা সক্রিয়ভাবে হামলার পরিকল্পনা করছিল। তাদের নিশানায় ছিল অমুসলিমরা। আইএস-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ ১১৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে আরও ২২ জনকে খোঁজার চেষ্টা চলছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। কৌঁসুলির দফতর জানিয়েছে, আটক ব্যক্তিরা তুরস্কের বাইরে থাকা আইএস অপারেটিভদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল।

এমন ঘোষণা এমন সময়ে এসেছে, যার দু’দিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে অভিযান চালায়। ওই অভিযানে এক তুরস্কের নাগরিককে আটক করা হয়। অভিযোগ, ওই ব‍্যক্তি সেখানকার ইসলামিক জঙ্গিগোষ্ঠি আইএস শাখার একজন শীর্ষ নেতা। ধৃতের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, তুরস্কের নিরাপত্তা বাহিনী নিয়মিত ভাবেই আইএস-সঙ্গে এর যোগাযোগে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। তুরস্কে সিরিয়ার প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে। যেখানে এখনও কিছু অংশে এই ইসলামিক জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শরার সঙ্গে তুরস্ক সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আবার আমেরিকা এবং ইউরোপের সঙ্গে কাজ করে আইএস-এর অবশিষ্ট অংশগুলো নির্মূল করারও অঙ্গীকার করেছেন।

চলতি মাসের শুরুতে ইসলামিক আইএস জঙ্গিদের অতর্কিত হামলায় দু’জন আমেরিকার সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। সেই ঘটনার জেরে আমেরিকা গত শুক্রবার সিরিয়ায় ইসলামিক জঙ্গি আইএস-এর অবস্থান লক্ষ্য করে একের পর এক এয়ার স্ট্রাইক করেছে।


Share