Bangladesh Turmoil

কোনও রকমে প্রাণে বাঁচলেন জনপ্রিয় গায়কে জেমস! অনুষ্ঠান শুরুর আগেই রণক্ষেত্র ফরিদপুর জিলা স্কুল, স্টেজ ভাঙচুর করল ইসলামিক সংগঠনের সদস্যেরা

ব্রিটিশ ভারতে সরকারি উদ্যোগে হাতেগোনা যে কয়টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে তার একটি ফরিদপুর জিলা স্কুল। আজ থেকে ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ফরিদপুর জিলা স্কুল। এ বার বাদ গেল না এমন ঐতিহ্যবাহী স্কুলে গানের অনুষ্ঠানও।

রণক্ষেত্র ফরিদপুর জিলা স্কুল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪

বাংলাদেশে জনপ্রিয়তা কম নেই গায়ক জেমসের। নৈরাজ‍্যের বাংলাদেশে এ বার তাঁর গানের অনুষ্ঠান শুরু আগেই রণক্ষেত্রের চেহারা নিল ফরিদপুর জিলা স্কুল চত্বর। স্টেজে উঠে ইসলামিক সংগঠনের সদস্যেরা ভাঙচুর চালায় বলে দাবি। কোনও মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন গায়ক জেমস। ঘটনায় অন্তত ২৫ জন জখম হয়েছেন। বাতিল হয়ে যায় অনুষ্ঠান। 

আয়োজকদের অভিযোগ, কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ‍্যালয় প্রাঙ্গনে ঢোকার চেষ্টা করছিলেন। তাদের বাধা দেওয়ার চেষ্টা করতেই ইঁট-পাটকেল ছোঁড়া শুরু হয়ে যায়। ইসলামিক সংগঠনের সদস্যেরা স্টেজ দখল করারও অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, ঘটনায় অন্তত ২৫ জন জখম হয়েছেন। কোনও মতে শিল্পী জেমস ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন। তাঁর কোনও শারীরিক ক্ষতি হয়নি।

শুক্রবার রাতে শতাব্দী প্রাচীন বিদ‍্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। সেখানেই জনপ্রিয় গায়ক জেমস এবং তাঁর ব‍্যান্ডের অনুষ্ঠান ছিল। আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠান সফল করার সব রকমের ব‍্যবস্থা থাকলেও পরে প্রশাসনের নির্দেশে তা বাতিল করে দেওয়া হয়েছে।

এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে দীপ হালদার বলে একজন লিখেছেন, “উন্মত্ত ইসলামিক জনতা জনপ্রিয় গায়ক জেমসের কনসার্টে হামলা চালিয়েছে। ওরা চায় না বাংলাদেশে কোনও গানের বা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক।“ জেমস বলিউডের গান গেয়েছেন। অনুরাগ বসুর লাইফ ইন আ মেট্রো চলচ্চিত্রে ‘অলবিদা’ গানটি গেয়েছেন। এই ঘটনায় ভারতের গায়কেরাও উদ্বিগ্ন।

প্রসঙ্গত, ব্রিটিশ ভারতে সরকারি উদ্যোগে হাতেগোনা যে কয়টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে তার একটি ফরিদপুর জিলা স্কুল। আজ থেকে ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ফরিদপুর জিলা স্কুল। এ বার বাদ গেল না এমন ঐতিহ্যবাহী স্কুলে গানের অনুষ্ঠানও। এর থেকে নৈরাজ্য‍ের নিদর্শন আর কী হতে পারে।


Share