Bangladesh Turmoil

নৈরাজ্য বাংলাদেশে, পর পর হিন্দু বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে লাগানো হল আগুন, ভস্মীভূত সাতটি বাড়ি, বরাত জোরে প্রাণে রক্ষা দুই পরিবারের

গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করে ইসলামিক দুষ্কৃতীরা। এরপরে মৃতদেহ দড়ি দিয়ে গাছে ঝোলায়। তার পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া। এমন নারকীয় কাজে বাধা দেওয়ার বদলে প্রকাশ্যে তাঁর মৃতদেহ জ্বালিয়ে দেয় ইসলামিক দুষ্কৃতীরা।

পুড়ে ছাই একাধিক হিন্দুদের বাড়ি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:০০

বাংলাদেশে নৈরাজ্য চরমে। ফের নিশানায় হিন্দুরা। এ বার বাড়ি বাইরে থেকে বন্ধ করে তাতে অগ্নিসংযোগ করা হল। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজানে। একাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে বলে খবর। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন দুই পরিবারের সদস্যেরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের রাউজানের বাসিন্দা সুখ শীল ও অনিল শীলের বাড়িতে আগুন লাগানো হয়। তাঁরা তখন সকলেই ঘুমোচ্ছিলেন। তারই সুযোগ নিয়ে বাড়ির বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ভস্মীভূত হয়ে যায় সাতটি বাড়ি। 

অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির ভিতরে থাকা তাঁদের সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই সময় বাড়ির ভিতরে আটকে পড়ে পোষ্য। আগুনে পুড়ে সে মারা গিয়েছে বলে খবর। তবে এই হামলায় পরিবারের কোনও সদস্যেরা বরাত জোরে প্রাণে বাঁচেন। বাড়িতে সোনাদানা সমেত কিছু নগদ টাকাও ছিল। আগুনে সে-সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভস্মীভূত হয়ে গিয়েছে আসবাবপত্রও।  

তাঁদের দাবি, ঘটনার সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে অনিলের ছেলে মিঠুন শীল জানান, আগুন লেগেছে বুঝেই পালানোর চেষ্টা করেন তাঁরা। দুষ্কৃতীরা দু’টো দরজাতেই বাইরে থেকে হুক লাগিয়ে দিয়েছিল। শেষে যে যার মতো বাঁশ ও বেড়া দিয়ে তৈরি দেওয়াল কেটে বাইরে বেরিয়ে এসে নিরাপদ স্থানে পালিয়ে আসতে সক্ষম তাঁরা। উল্লেখ্য, কয়েক দিন আগেই চট্টগ্রামের বড়ুয়াপাড়ায় হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও, কেমন তদন্ত হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা। 

গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করে ইসলামিক দুষ্কৃতীরা। এরপরে মৃতদেহ দড়ি দিয়ে গাছে ঝোলায়। তার পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া। এমন নারকীয় কাজে বাধা দেওয়ার বদলে প্রকাশ্যে তাঁর মৃতদেহ জ্বালিয়ে দেয় ইসলামিক দুষ্কৃতীরা। 

গত শনিবার লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের মেয়ের। সোমবারও অশান্তির আঁচ কমেনি। সোমবার খুলনার সোনাডাঙা এলাকায় দুষ্কৃতীদের গুলিতে জখম হয় আরেক ইসলামিক সংগঠনের নেতা মহম্মদ মোতালেব শিকদার। তাঁর মাথা লক্ষ্য করে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


Share