Thailand Train Accident

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, লাইনচ‍্যুত একাধিক কামরা, লাগল আগুন, মৃত ২২ জন

দুর্ঘটনার পরে কিছু কামরাতে আগুনও লেগে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলবাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে শুরু হয় উদ্ধারকাজ। ট্রেনের কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ‍্যাসকাটার দিয়ে কামরাগুলিকে কেটে উদ্ধারকাজ করছে।

মড়ে-মুছড়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা।
নিজস্ব সংবাদদাতা, থাইল্যান্ড
থাইল্যান্ড
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০১:৩৫

থাইল্যান্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা। সেখানে চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ভারী ক্রেন ভেঙে পড়েছে। নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিয়ো জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ট্রেনটি উত্তর-পূর্ব দিকে সফর করছিল। নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিয়ো জেলায় উচ্চগতি সম্পন্ন রেল প্রকল্পের কাজ চলছিল। ট্রেনের মধ্যে ১৯৫ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। সেই সময় ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত বিশালাকার একটি ক্রেন ট্রেনের একটি কামরার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সংঘর্ষের প্রত‍্যাঘাতে পর কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো কামরাগুলি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে পড়ে রয়েছে। কামরাগুলি দুমড়ে-মুচড়ে গিয়েছে। 

দুর্ঘটনার পরে কিছু কামরাতে আগুনও লেগে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলবাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে শুরু হয় উদ্ধারকাজ। ট্রেনের কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ‍্যাসকাটার দিয়ে কামরাগুলিকে কেটে উদ্ধারকাজ করছে। ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি এক বছরের শিশু রয়েছে। ৩০ জনের বেশি গুরুতর জখম হয়েছেন। তাঁদের আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিতে আরও কেউ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন ভেঙে পড়ল ক্রেনটি, উচ্চগতির রেল প্রকল্পের সাইটে নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Share