Bangladesh Turmoil

বাংলাদেশে ওসমান হাদির পরে আরও এক ইসলামিক নেতার ওপর হামলা, মাথায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

জানা গিয়েছে, মোতালেব শিকদার জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগের আহ্বায়ক। ওই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। সোমবার ১২টা ১৫ মিনিট নাগাদ খুলনার সোনাডাঙার একটি বাড়িতে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। মোতালেবের মাথায় বাঁ দিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

গুলিবিদ্ধ ইসলামিক নেতা মোতালেব শিকদার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৩:১১

ইসলামিক নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে নৈরাজ্য। সেই রেশ কাটতে না কাটতে আরও এক ইসলামিক নেতাকে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার খুলনায় ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ নেতার নাম মহম্মদ মোতালেব শিকদার। মোতালেব শিকদার নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শ্রমিক সংগঠনের নেতা।

জানা গিয়েছে মোতালেব শিকদার জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগের আহ্বায়ক। ওই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। সোমবার ১২টা ১৫ মিনিট নাগাদ খুলনার সোনাডাঙার একটি বাড়িতে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। মোতালেবের মাথায় বাঁ দিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মাথার সিটি স্ক্যান করাতে অন‍্য একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোতালেবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় নাগরিক পার্টি সূত্রের খবর, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রধান নাহিদ আহমেদ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছিল। তার জন্য গত ১২ ডিসেম্বর থেকে মনোনয়ন দেওয়া শুরু হয়েছে। এই ইসলামিক দলটির একটি খুলনায় একটি শ্রমিক সম্মেলন করার কথা রয়েছে। তারই দায়িত্বে ছিল এই মোতালেব শিকদারের। তার মধ‍্যেই গুলি চালানোর ঘটনা ঘটলো। সে নির্বাচন সুষ্ঠু ভাবে আদেও হবে কি না তা নিয়ে সংশয়ে রাজনৈতিক মহল।

সম্প্রতি, বাংলাদেশের ইসলামিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-র নেতা শরিফ ওসমান বিন হাদিকে ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিল। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয়। তার পর থেকে বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে। তার পরে গাছে ঝুলিয়ে মৃতদেহে আগুন ধরিয়ে দেয় ইসলামিক দুষ্কৃতীরা। নিরপত্তার কারণে বাংলাদেশে একাধিক জায়গায় আইভ‍্যাক বন্ধ করে দেয় দিল্লি।


Share