Bangladesh Turmoil

পাকিস্তানের আরও কাছাকাছি এল বাংলাদেশ, জানুয়ারিতেই শুরু হবে ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা

বাংলাদেশের পাকিস্তানের হাইকমিশনার দাবি করে, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য নাকি পাকিস্তানে যাওয়া রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি ইমরান হায়দার এ-ও দাবি করে, প্রতিস্থাপন-সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষা সুযোগ বাংলাদেশকে দিতে ইসলামাবাদ প্রস্তুত।

(বাঁ দিকে) পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং (ডান দিকে) মহম্মদ ইউনূস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৭

শেখ হাসিনা নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েনের আবহে এ বার পাকিস্তানের আরও কাছাকাছি এলো বাংলাদেশ। আগামী জানুয়ারি মাসেই ঢাকা এবং করাচির মধ্যে বিমান পরিষেবা চালু হতে চলেছে। রবিবার ঢাকায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে। তার পরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবার কথা ঘোষণা করে।

চলতি বছরে পহেলগামে ইসলামিক জঙ্গি হামলায় প্রাণ যায় নিরীহ নাগরিকের। ধর্ম নিশ্চিত করে বেছে বেছে গুলি করে হত্যা করে জঙ্গিরা। নাম জড়ায় পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার। এর পরে ভারতের প্রত‍্যাঘাত হিসেবে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। তাতে বদলা নিয়েছে ভারত। বেছে বেছে জঙ্গিদের লঞ্চপ‍্যাড ধ্বংস করে। নিকেশ হয় মাসুদ আজাহারের পরিবারের ১০ জন সদস্যকে।

রবিবার বাংলাদেশের পাকিস্তানের হাইকমিশনার দাবি করে, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য নাকি পাকিস্তানে যাওয়া রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি ইমরান হায়দার এ-ও দাবি করে, প্রতিস্থাপন-সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষা সুযোগ বাংলাদেশকে দিতে ইসলামাবাদ প্রস্তুত। সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা ক্ষেত্রকে আরও কী করে বিস্তৃত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে হয়েছে এ দিনের বৈঠকে।

পাকিস্তানের হাইকমিশনারের দাবি, গত বছরের তুলনায় এই বছর পাকিস্তান এবং বাংলাদেশ দু’দেশের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস উইং এক বিবৃতিতে জানায়, “হাইকমিশনার ইমরান হায়দার সাংস্কৃতিক বিনিময়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে জানান। বলেন, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে।”

বাংলাদেশে সরকার পতনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। চলতি বছরে শেখ হাসিনাকে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগ এনে ফাঁসির সাজা ঘোষণা করে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধও করে বাংলাদেশ। জবাব দিয়েছে ভারতও। 

এ ছাড়াও, গত কয়েক দিন আগে বাংলাদেশের ইসলামিক সংগঠনের নেতা ওসমান হাদির মৃত্যুর পরে কার্যত নৈরাজ্য শুরু হয়েছে। ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপুচাঁদ দাসকে গণপিটুনি দিয়ে হত‍্যা করা হয়। তার পরে তাঁকে গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। এ বার সেই আবহে পাকিস্তানের আরও কাছে এলো বাংলাদেশ, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। 


Share