Narendra Modi

আরএসএস সদর দফতরে প্রধানমন্ত্রী, সভা থেকে সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের ‘প্রশংসা’ মোদীর

আজ, রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরের আরএসএসের সদর দফতরে যান। কেশব বলিরাম হেডগেওয়ার এবং মাধবরাও গোলওয়ালকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নাগপুরের আরএসএসের সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখন কলকাতা ডেস্ক
কলকাতা -নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট:৩০ মার্চ ২০২৫ ১২:০০

আজ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে গিয়ে প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধবরাও গোলওয়ালকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।? 

প্রধানমন্ত্রী সঙ্ঘের সদর দফতরে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন। সেখানে নিজের হাতে আরএসএসের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে লেখেন তিনি।? 

এই উপলক্ষে বর্তমান আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবত, আরএসএসের সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য এবং ডক্টর হেডগেওয়ার স্মারক সমিতির চেয়ারম্যান ভাইয়াজি জোশী, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও উপস্থিত ছিলেন।? 

ভাইয়াজি জোশী প্রধানমন্ত্রীকে সদর দফতরে প্রথমবার আসার জন্য একটি স্মারক উপহার দিয়ে স্বাগত জানান। তবে আরএসএস নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও বিশেষ বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে দু’তরফের দূরত্ব নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে জল্পনা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুরে সঙ্ঘের সদর দফতরে যাওয়া সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল।? 


Share    

হাইলাইটস