High Court Club Election

কলকাতা হাই কোর্ট ক্লাবে তৃণমূলের ভরাডুবি, দল বিরোধী কাজের জন‍্য সাসপেন্ড দলেরই প্রাক্তন কনভেনর তরুণ চট্টোপাধ্যায়

সোমবার ফল প্রকাশের পরেই তৃণমূলে থেকে বিজেপিকে ভোট দেওয়া, তৃণমূলের মধ্যেই বিজেপির এজেন্ট থাকার মতোও অভিযোগ করা হয়েছে। তৃণমূলের অফিশিয়াল প্যানেলকে চ্যালেঞ্জ করে পাল্টা প্যানেল দিয়ে ভোটের আগেই বিতর্ক বাড়িয়ে তুলেছিলেন তৃণমূল লিগাল সেলের প্রাক্তন আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায়।

তরুণ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১০:২৩

কলকাতা হাই কোর্ট ক্লাবের নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ‍্যের শাসকদল তৃণমূলের। ১০টি আসনের মধ্যে সাতটি আসনেই জয়লাভ করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে এই হার যে দল একেবারেই ভালো ভাবে নেবে না তা আগেই স্পষ্ট হয়েছিল। এ বার দলেরই লিগাল সেলের প্রাক্তন কনভেনর তরুণ চট্টোপাধ্যায়কে সংগঠন থেকে নিলম্বিত (সাসপেন্ড) করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের লিগাল সেলের চেয়ারম্যান তথা রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তা চিঠি দিয়ে তরুণবাবুকে জানিয়ে দিয়েছেন।

গতকাল সোমবার কলকাতা হাই কোর্ট ক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১০টি আসনে ভোট হয়। তার মধ্যে সাতটি আসনেই বিজেপির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দুটি কমিটি সদস‍্যের পদে বিজেপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। সভাপতি পদে বিজয়ী হয়েছেন কল্লোল মন্ডল।

সেই হারের পরেই কড়া পদক্ষেপ নিল দল। দলের লিগাল সেলের প্রাক্তন কনভেনর তরুণ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ এনে সাসপেন্ড করেছেন তৃণমূলের লিগাল সেলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রসঙ্গত, সোমবার ফল প্রকাশের পরেই তৃণমূলে থেকে বিজেপিকে ভোট দেওয়া, তৃণমূলের মধ্যেই বিজেপির এজেন্ট থাকার মতোও অভিযোগ করা হয়েছে। তৃণমূলের অফিশিয়াল প্যানেলকে চ্যালেঞ্জ করে পাল্টা প্যানেল দিয়ে ভোটের আগেই বিতর্ক বাড়িয়ে তুলেছিলেন তৃণমূল লিগাল সেলের প্রাক্তন আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায়। তিনি আইনজীবী মহলে আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হারের পরে তিনি সরাসরি দলের সাংসদ তথা প্রবীণ আইনজীবী কাঠগড়ায় তুলেছেন। তাঁর বক্তব্য, “আমাকে শুধু দায়সারা ভাবে দু'একজনকে বাছতে বলা হয়েছিল। অথচ তিনি সরকারি প্যানেলে এমন লোকেদের রাখেন, যাঁদের মধ্যে কারোর ক্লাবের সঙ্গে যোগাযোগ নেই। দলীয় কর্মীদের দাবিতে আমাদের আলাদা প্যানেল দিতে হয়েছিল। আমি নাম করে বলতে পারি, বর্তমান লিগাল সেলের অনেক সদস্য বিজেপিকে ভোট দিয়েছেন। বিজেপির হয়ে প্রচারও করেছেন।’’

যদিও এই বিষয়ে আইনজীবী তরুণ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। মেসেজ করা হলেও তাঁর কোনও উত্তর দেননি।


Share