SSC exam

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হতেই বসে গেল ওয়েবসাইট! বিপাকে পরীক্ষার্থীরা

ফলপ্রকাশের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর সমাজমাধ‍্যমে পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানান। পাশাপাশি শীর্ষ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের উদ্দেশে তিনি আশ্বাস দেন যে, দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতিটি পদক্ষেপই হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠতার সঙ্গে।

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল এসএসসি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১২:১২

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শুক্রবার রাত সাড়ে ৯টার পর প্রকাশ হবে বলে জানায় কমিশন। তবে ফলপ্রকাশের পরই এসএসসি-র ওয়েবসাইটে সাময়িক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। বেশ কিছু ক্ষণ কার্যত অকেজো হয়ে যায় ওয়েবসাইট। অভিযোগ, বহু পরীক্ষার্থী প্রথম দিকে ওয়েবসাইট খুলতেই পারছিলেন না। পরে অবশ্য সমস্যা মিটে যায় এবং পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে সক্ষম হন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট দু’লক্ষ ২৯ হাজার ৬০৬ জন প্রার্থী। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট পরীক্ষার্থী কেবল নিজের প্রাপ্ত নম্বর জানতে পারবেন। ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করে রোল নম্বরের মাধ্যমে জানা যাবে।

কমিশন জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে নথি যাচাই প্রক্রিয়া। তার পরেই প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা। একইসঙ্গে কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুলগুলিতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। হিসেব অনুযায়ী, পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফল প্রকাশ করল এসএসসি।

ফলপ্রকাশের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর সমাজমাধ‍্যমে পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানান। পাশাপাশি শীর্ষ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের উদ্দেশে তিনি আশ্বাস দেন যে, দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতিটি পদক্ষেপই হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠতার সঙ্গে।


Share