Supreme Court

হাই কোর্টের রায়ই বহাল, ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের, চাকরি গেল প্রায় ২৬ হাজারের

এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রায়ের পরেই কান্নায় ভেঙে পড়েন এক চাকরিহারা।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট:০৩ এপ্রিল ২০২৫ ১২:০০

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে।এর ফলে চাকরি গিয়েছে ২৫,৭৫২ জনের।? 

আদালত জানিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী প্রার্থীরা নতুন নিয়োগ সম্পন্ন না-হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন। মানবিক কারণে চাকরি বহাল থাকছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের।? 

শীর্ষ আদালত জানিয়েছে, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। বাকিদের চাকরি গেলেও বেতন ফেরত দিতে হবে না। আদালতের এই নির্দেশের পর চলছে রাজনৈতিক বিতর্ক।? 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় চাপিয়েছেন বিজেপি এবং সিপিএমের উপর। বিরোধীরাও পাল্টা শাসকদলকে আক্রমণ করছে।? 

আজ সকালে এ নিয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে থাকছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টে এই চাকরি বাতিলের রায় প্রথম বার অভিজিৎই দিয়েছিলেন।? 


Share