School Service Commission

২০১৬-র ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, হাইকোর্টের নির্দেশে এসএসসি-র নয়া পদক্ষেপ

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি ফের প্রকাশ করল ২০১৬–র ‘টেন্টেড’ তালিকা। নাম, রোল, বাবার নাম, পদ-সহ ৩,৫১২ জনের বিস্তারিত তথ্য সামনে এল। গ্রুপ সি–ডির অযোগ্যরা নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০১:০১

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে ২০১৬-র ‘টেন্টেড’ বা ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকা ফের ওয়েবসাইটে প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় মোট ৩,৫১২ জনের নাম রয়েছে। আগেরবার প্রকাশিত তালিকায় শুধুমাত্র নাম ও রোল নম্বর ছিল। কিন্তু নতুন তালিকায় যুক্ত করা হয়েছে প্রার্থীর নাম, রোল নম্বর, বাবার নাম, কর্মরত পদ এবং জন্ম তারিখের তথ্যও। গ্রুপ সি বিভাগে ১,১৬৩ জন এবং গ্রুপ ডি বিভাগে ২,৩৪৯ জনকে ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাই কোর্ট সোমবার নির্দেশ দেয় যে ২০১৬ সালের নিয়োগের ওয়েটিং লিস্টে যাঁদের নম্বরে গরমিল রয়েছে, তাঁদের নামও প্রকাশ করতে হবে। যদিও এ দিন সেই তালিকা প্রকাশ করা হয়নি। এসএসসি জানিয়েছে, ওয়েটিং লিস্টে গরমিলধরা প্রার্থীদের নাম পরে প্রকাশ করা হবে। এ বিষয়ে আদালত নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়ায় কমিশন আইনি পরামর্শ নিচ্ছে।

সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানির সময় গ্রুপ সি ও গ্রুপ ডির একাংশের আইনজীবীরা অভিযোগ করেন, এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে ২০১৬–র নিয়োগে ৭,২৯৩ জন শিক্ষাকর্মীকে ‘টেন্টেড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অথচ ৩ নভেম্বর নিয়োগের ফর্মপূরণ শুরু হওয়ার আগে প্রকাশ করা হয় শুধু ৩,৫১২ জন দাগি প্রার্থীর নাম। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ওই বছর সি ও ডি পদের জন্য ৫,৯১৭ জন নিয়োগপত্র পেয়েছিলেন। ফলে বাকি ‘দাগি’দের অনেকেই ওয়েটিং লিস্টে ছিলেন বা কেউ কেউ এমপ্যানেল্ডই হননি।

আদালত স্পষ্ট করেছে যে র‌্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল নিয়োগ, ওএমআর কারচুপি সহ যাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সবার নামই প্রকাশ করতে হবে। তবে প্যানেলের মেয়াদ শেষে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের নাম ওয়েবসাইটে নয় আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে।

নতুন নিয়োগের আবেদন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ‘দাগি’ শিক্ষাকর্মীরা এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। এসএসসি–র এক আধিকারিক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই দাগি শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।”


Share