Rape

সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ যাদবপুরে, গ্রেফতার এক, এখনও অধরা এক

পরিচয় গোপন করে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেল যাদবপুরে। সেই অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। পলাতক একজন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রতীকী ছবি।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
  • শেষ আপডেট:০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে। যাদবপুর থানায় শুক্রবার রাতে এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযোগ, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে দুই তরুণীকে বেশ কয়েক বার ধর্ষণ করে তাঁরা। তাঁদের আরও অভিযোগ, ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য ‘নির্যাতিতা’দের হুমকিও দেন অভিযুক্তেরা।? 

জানা গিয়েছে, দুই নির্যাতিতা তরুণী সিনেমায় অভিনয়ে আগ্রহী ছিলেন। অভিনয়ের সুযোগ করে দেবেন বলে পরিচয় গোপন করে ‘নির্যাতিতা’দের সঙ্গে প্রথমে আলাপ জমিয়েছিলেন দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে এক জন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা। অন্য জনের বাড়ি নৈহাটিতে। দু’জনেই পেশায় ব্যবসায়ী। ‘নির্যাতিতা’দের অভিযোগ, তাঁদের কাছে চিত্রগ্রাহক বলে নিজেদের পরিচয় দিয়েছিল তাঁরা। সেই পরিচয়ের সূত্র ধরেই দুই তরুণীকে বেশ কয়েক বার দু’জন ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি গোপন রাখার জন্য চাপও দেওয়া হয়েছে বলে অভিযোগ।? 

শেষ পর্যন্ত ‘নির্যাতিতা’দের পরিবারের তরফে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়। তারই তদন্তে নেমে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই শুক্রবার রাত ১২টা নাগাদ নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্য অভিযুক্ত এখনও অধরা। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।? 


Share