SSC Protest

কসবার ঘটনার প্রতিবাদে এ বার অনশন শুরু চাকরিহারা শিক্ষকদের, দ্রুত ‘ওএমআর’ প্রকাশের দাবিতে লাগাতার কর্মসূচির ডাক

কসবায় ডিআই অফিসে পুলিশি অত্যাচারের প্রতিবাদে এ বার অনশনের পথে চাকরিহারা শিক্ষকেরা। দাবি, দ্রুত ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।

সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষক সুমন ঘোষ।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১০ এপ্রিল ২০২৫ ১২:০০

কসবার ঘটনার প্রতিবাদে এ বার অনশন শুরু করলেন চাকরিহারা শিক্ষকেরা। রাতভর এসএসসি অফিসের সামনে অবস্থানে বসেছিলেন। আজ, বৃহস্পতিবার সকালে এমনটাই জানালেন তাঁরা। তাঁদের দাবি, দ্রুত ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এ দিন অনশনে বসেছেন মালদহের এক জন শিক্ষক।? 

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস নামে জানান যে বুধবার আচার্য সদনে তাঁরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সঙ্গে দেখা করেন। ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবিও জানিয়েছেন।? 

নদিয়ার নাকাশিপাড়ার একটি স্কুলের শিক্ষক সুমন বিশ্বাস। তিনি ওই স্কুলে নবম-দশম শ্রেণিতে জীবনবিজ্ঞান পড়াতেন।সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত তিনিও চাকরিহারার দলেই। সুমনের দাবি, সিদ্ধার্থ মজুমদার জানান, মিরর ইমেজ রয়েছে। যোগ্যদের তালিকা প্রকাশও করা হবে। কিন্তু তা কবে প্রকাশ করবে তা নিশ্চিত করে জানানো হয়নি।? 

এ দিন সুমন বলেন, “সরকার ও এসএসসি যোগ্যদের চাকরি বাঁচাতে চাইলে সময় লাগার কথা না। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, কোনও দুর্নীতির অভিযোগ নেই, তারা কেন এই দুর্নীতির দায়ে শাস্তি ভোগ করব? তাই আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণ না যোগ্যদের তালিকা, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ হবে, অনশনের কর্মসূচি চলবে।” আজ, বৃহস্পতিবার চাকরিহারা এক শিক্ষক পঙ্কজ রায় নামে মালদহের এক স্কুলের শিক্ষক প্রথম অনশনে বসেছেন।? 


Share