High Court

যুবভারতীতে বিশৃঙ্খলা মামলায় হাই কোর্টের কড়া নির্দেশ, সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে

যুবভারতীতে মেসি সফরের পর তাণ্ডব। ঘটনায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০২:২১

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় এ বার রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী সোমবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

গত শনিবার সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ফুটবল তারকা লিয়োনেল মেসি। প্রায় ২০ মিনিট তিনি সেখানে ছিলেন। মেসি স্টেডিয়াম ছাড়ার পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনা ঘটে। অভিযোগ, মেসি মাঠে প্রবেশ করার পর তাঁকে ঘিরে একটি জটলা তৈরি হয়, যার ফলে গ্যালারিতে থাকা দর্শকেরা তাঁকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না। সেই অসন্তোষ থেকেই পরিস্থিতি ক্রমশ বিশৃঙ্খল হয়ে ওঠে।

এই ঘটনায় কলকাতা হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার মামলাগুলি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারের পক্ষে মামলাগুলি লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের তরফে শুনানি মুলতুবির আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করে।

তবে শুনানি পিছোলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এই ঘটনায় একটি রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই মামলাগুলির পরবর্তী শুনানি হবে।


Share