Accident in Newtown

নিউ টাউনে ভয়াবহ দুর্ঘটনা, পরিবেশ বান্ধব ক্যাবের স্টিয়ারিং আচমকা জ্যাম, নজরদারিতে সিসিটিভি ফুটেজ

নিউ টাউনে দুঃস্বপ্নের সকাল, এয়ারপোর্ট মুখী একটি ইভি অ্যাপ-ক্যাব হঠাৎ স্টিয়ারিং লক হয়ে পথচারীদের ওপর চড়াও। গুরুতর আহত এক, আহত পাঁচ-ছ'জন। যান্ত্রিক ত্রুটিতেই কি বিপত্তি? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১২:৪৭

শনিবার সকালে নিউ টাউনের ইকো পার্ক চত্বরে দুর্ঘটনা। এয়ারপোর্টে যাওয়ার সময় একটি পরিবেশ বান্ধব অ্যাপ-ক্যাব (ইভি) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীর দিকে ধেয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি আচমকা এমন বেপরোয়া হয়ে ওঠে যে বোঝার প্রায় সময়ই মেলেনি। সবার চোখের সামনে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এক পথচারী। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আহত হন কমবেশি পাঁচ-ছ'জন। আহতদের তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথমে মনে হয়েছিল চালকের গাফিলতি বা অতিরিক্ত গতির কারণেই এমন বিপত্তি। কিন্তু পরে পুলিশ এসে তদন্ত শুরু করতেই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য অতিরিক্ত গতি নয়, চলন্ত অবস্থায় স্টিয়ারিং হঠাৎ ‘লক’ হয়ে গিয়েছিল! ঠিক কী কারণে এমন হল তা জানতে ইভিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পরই এলাকায় তৈরি হয় তীব্র শোরগোল। রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের সমস্যা নাকি অন্য কোনও কারণ তা খুঁজে দেখছেন তদন্তকারীরা।

মানুষকে নিরাপদ রাখতে শহরে যখন ইভির ব্যবহার বাড়ানোর উদ্যোগ তুঙ্গে, ঠিক তখনই এমন ঘটনা নতুন উদ্বেগ তৈরি করছে। শহরের ব্যস্ততম পথে হঠাৎ স্টিয়ারিং লক—কীভাবে ঘটল এই বিপজ্জনক ত্রুটি? উত্তর খুঁজতেই এখন চোখ পুলিশি তদন্তে।


Share