Metro Block Showdown

চিংড়িঘাটায় মেট্রো নির্মাণে ট্র্যাফিক ব্লক না হওয়ায় হাইকোর্টের ভর্ৎসনা রাজ্যকে

হাইকোর্টের কঠোর নির্দেশ—নতুন অজুহাত নয়, চিংড়িঘাটায় মেট্রো নির্মাণের জন্য ট্র্যাফিক ব্লকের নির্দিষ্ট দিন জানাতে হবে রাজ্যকে। রাজ্যের দাবি , ব্লক হলে অ্যাম্বুল্যান্স চলাচলেই বিপদ।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৯

কলকাতা হাইকোর্টের নির্দেশে বৈঠক করে রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল যে চিংড়িঘাটায় মেট্রো রেলের কাজের জন্য নভেম্বরে প্রতি সপ্তাহে দু’দিন কয়েক ঘণ্টা করে ইএম বাইপাসে ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় সোমবার আদালতে রাজ্যকে কঠোর প্রশ্নের মুখে পড়তে হয়।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের উদ্দেশ্যে জানতে চান—
“সব পক্ষের সঙ্গে বৈঠক করে প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা কার্যকর হলো না কেন?” বেঞ্চের মন্তব্য, এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা সম্পূর্ণ হলে রাজ্যবাসীরই সুবিধে হবে। তবু রাজ্য একবার সময় জানিয়ে এখন নতুন কারণ দেখিয়ে কাজ আটকে দিচ্ছে।

রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লক করলে অ্যাম্বুল্যান্স পর্যন্ত চলাচলে সমস্যা হবে এবং বিকল্প রাস্তা না থাকলে পরিস্থিতি জটিল হবে।

কিন্তু আদালতের কড়া মন্তব্য, “নতুন করে কোনও কারণ শোনা হবে না। এতদিনে রাজ্য এই সমস্যাটা বুঝল—এটা বিশ্বাসযোগ্য নয়। যখনই কাজ শুরু হবে, তখনই এই সমস্যা দেখা দেবে। তা বলে প্রকল্প থেমে থাকতে পারে না।”

হাইকোর্ট জানিয়ে দেয়, নভেম্বরের সিদ্ধান্তে ফিরে যাওয়া সম্ভব নয়, তবে কাজআর দেরিও চলবে না। বৃহস্পতিবারের মধ্যে আরভিএনএল কবে কাজ শুরু করতে পারবে, সেই নতুন তারিখ রাজ্যকে আদালতে জানাতে হবে।


Share