High Court

হুমায়ুনের বাবরি মসজিদ উদ্বোধনে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, আইনশৃঙ্খলার রক্ষা করতে রাজ্যকে নির্দেশ, কেন্দ্রকেও সাহায্য করার নির্দেশ

বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের বিরোধিতা করা মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, এই ধরনের অনুষ্ঠানে এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে। তাতে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। রাজ্যকে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে হস্তক্ষেপ করল না হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৩:২৫

বহিস্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। তবে আইনশৃঙ্খলা মেনে অনুষ্ঠান করতে হবে হুমায়ুনকে। রাজ‍্য সরকারকে আইনশৃঙ্খলা রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারও রাজ্য সরকারকে এই বিষয়ে সাহায্য করবে বলে নির্দেশ দিয়েছেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।

৬ ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের দিন সেটার আদতে একটি মসজিদ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এটা সংবিধান বিরোধী বলে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলাতেই শুক্রবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় আদালত হস্তক্ষেপ করবে না। ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয়, তা নিশ্চিত করবে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের বিরোধিতা করা মামলাকারীর আইনজীবী আদালকে জানান, এই ধরনের অনুষ্ঠানে এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে। তাতে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। রাজ্যকে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানও জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। কেন্দ্র জানায়, ওই এলাকায় আগেও অশান্তি হয়েছে। এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর। অশান্তির জেরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছিল। হাই কোর্ট জানায়, নিরাপত্তার বিষয়ে রাজ‍্য সরকারকে সাহায্য করবে কেন্দ্রীয় সরকারও। শিলান্যাস কর্মসূচীকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির না হয় তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছে হাই কোর্ট।


Share