Fire

শহরে ফের অগ্নিকাণ্ড, পার্ক স্ট্রিটে আগুনে ভস্মীভূত জনপ্রিয় মিষ্টির দোকান, ঘটনাস্থলে দমকল

এ দিন পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উল্টো দিকে একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ওই দোকানের কর্মী।

আগুনে ভস্মীভূত পার্ক স্ট্রিটের মিষ্টির দোকান।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট:১৮ এপ্রিল ২০২৫ ১২:০০

শহরে ফের আগুন। আজ, শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের বিপরীতে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২টা ৩০ নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নেভানোর কাজ করে দমকলের চারটি ইঞ্জিন। কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।? 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটে শুক্রবার দুপুরে একটি জনপ্রিয় মিষ্টির ও ভুজিয়ার দোকানে আগুন লাগে। এর পরেই শুরু হয়ে যায় হুড়হুড়ি। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান এসির ডাক্ট থেকে আগুন লেগে থাকতে পারে। দোকানে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। আসেপাশে দোকানে কোনও ক্ষতি হয়নি।? 

জানা গিয়েছে, ওই মিষ্টির দোকানের কর্মীরা তাঁদের হেঁসেলে আগুন দেখতে পায়। তাঁরাই দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। প্রাথমিক ভাবে ওই দোকানের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। প্রথম তলায় আগুন লাগার পর দ্বিতীয় তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। দোকানে থাকা সমস্ত খাবার আগুনে নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছে ওই দোকানের কর্মী।? 

এ দিন পুলক শর্মা নামে এক দমকল অধিকারীক বলেন, “আমারা ১২টা ৪০ নাগাদ আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রথমে দু’টি ইঞ্জিন আনা হয়েছিল। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। ভিতরে ছ’টি গ্যাস সিলিন্ডার ছিল। সেইগুলো আমরা অন্যত্র সরিয়ে নিয়ে এসেছি। কেউ জখম হয়নি।” এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিক।? 

এমনিতেই পার্ক স্ট্রিটের রাস্তায় ভিড় থাকে। আজ ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় কম ছিল। এক প্রতক্ষ্যদর্শী বলেন, “আমি দোকান খুলছিলাম। হটাৎ কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা। এর পরেই দোকানের কর্মীরা ছোটাছুটি শুরু করে।” এ দিনের ঘটনায় ওই দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এক কর্মী।? 


Share