Fire Incident

সাতসকালে গুলশন কলোনিতে আগুন, ভস্মীভূত রঙের গুদাম, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

আগুন লাগার পরে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ফ্ল‍্যাটের বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। স্থানীয়েরা দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

গুলশন কলোনিতে আগুন নেভানোর কাজ চলছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:২১

সাতসকালে শহরে অগ্নিকাণ্ড। আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে একটি রঙের গুদামে আগুন লাগে। দোকানের ওপরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এখন আগুন নেভানোর কাজ তাঁরা করছেন।

শুক্রবার সকালের গুলশন কলোনি এলাকায় একটি রঙের গুদামে আগুন লাগে। দোকানে দাহ‍্য পদার্থ মজুত থাকায় পাশের দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এ ছাড়াও, দোকানের ওপরে রয়েছে একটি ফ্ল‍্যাট। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরাও ঘটনাস্থলে এসেছেন।

আগুন লাগার পরে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ফ্ল‍্যাটের বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। স্থানীয়েরা দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু পকেটে এখনও আগুন লেগে রয়েছে। তা নেভানোর চেষ্টা করা হচ্ছে।


Share