RG Kar

কোটি টাকার দুর্নীতি! তদন্ত শেষের দাবি, আরজি কর কাণ্ডে চূড়ান্ত চার্জশিট জমা করল সিবিআই

আরজি কর মেডিক্যাল কলেজে কোটি টাকার দুর্নীতি মামলার তদন্ত শেষের দাবি করল সিবিআই। আদালতে জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটকেই চূড়ান্ত চার্জশিট হিসেবে ধরা হচ্ছে। এতে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি-সহ নতুন অভিযুক্ত শশীকান্ত চন্দকের নাম রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭

আরজি কর মেডিক্যাল কলেজে কোটি টাকার দুর্নীতি! দীর্ঘ তদন্তের পর অবশেষে তদন্ত শেষের দাবি সিবিআই-এর। সংস্থা সূত্রের খবর, এই সপ্তাহের শুরুতেই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়েছে। এটিকেই চূড়ান্ত চার্জশিট হিসেবে ধরা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নথিপত্র আদালতে জমা দিয়েছে সিবিআই।

একেরপর এক কেলেঙ্কারিতে উঠে এসেছে আরজি কর মেডিক্যাল কলেজের নাম। তবে ইতিমধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত শেষ করেছে সিবিআই। সংস্থা সূত্রের দাবি, সোমবার দাখিল হওয়া অতিরিক্ত চার্জশিটই এই মামলার চূড়ান্ত চার্জশিট হিসাবে রজু হয়েছে। বুধবার সংশ্লিষ্ট নথি আদালতে পেশ করা হয়েছে। যদিও অতীতে অন্যান্য মামলায় চূড়ান্ত চার্জশিটের পর বাড়তি চার্জশিট জমা দেওয়ার নজির রয়েছে। এ দিন শুনানিতে আদালত জানায়, যেহেতু আগেই একটি চার্জশিট গ্রহণ করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তাই একই ধারায় অতিরিক্ত চার্জশিট গ্রহণে কোনও বাধা নেই। সিবিআই সূত্রে জানানো হয়েছে, সোমবার জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটের পরিপ্রেক্ষিতেই দু’জনকে সমন পাঠাবে আদালত।

শুরু থেকে একসঙ্গে দুর্নীতির খেলায়!কেন্দ্রীয় সংস্থা সূত্রের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি চক্রের সদস্য ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তদন্তে উঠে এসেছে, শুরুর দিকেই তারা একত্রে আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। যদিও পুরো ঘটনাটি সামনে আসতেই আখতার আলিই সন্দীপের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলে সরব হন। চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে দুই প্রাক্তন আধিকারিকের পাশাপাশি নতুন অভিযুক্ত শশীকান্ত চন্দকেরও। চার্জশিট অনুযায়ী সিবিআই দাবি, তিনি ধৃত আফসার আলি খানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় অভিযুক্ত আখতার আলিকে আগামী ১৬ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শশীকান্ত চন্দককেও সমন পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে সন্দীপ ঘোষ-সহ বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার, আশিস পাণ্ডে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। তাঁদের গ্রেফতারও করা হয়। বুধবার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। সন্দীপদের বিরুদ্ধে ইতিমধ্যেই যে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তা আপাতত স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। নতুন চার্জশিট দাখিলের ফলে বিচারপ্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। সিবিআইয়ের মতে, অতিরিক্ত চার্জশিটের বিষয়টি আগে নিষ্পত্তি হওয়া জরুরি।

সন্দীপের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, ‘‘চার্জশিটে আখতার এবং শশীকান্তকে যুক্ত করার জন্য বুধবার সমস্ত নথিপত্র নিয়ে এসেছে সিবিআই। এর পর সমন করার প্রক্রিয়া শুরু হবে। ফলে বলা যেতে পারে, এ বার মামলা চার্জগঠনের দিকে এগোল।’’


Share