Kasba Rape Case

কসবার ল কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে ‘আদালতের নজরদারিতে তদন্ত’ চেয়ে মামলা দায়ের হাইকোর্টে

কসবার ল কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে আদালতের নজরদারিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

কসবার ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
  • শেষ আপডেট:৩০ জুন ২০২৫ ০২:১০

কসবার ল কলেজে ছাত্রী ধর্ষণকান্ডের ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে দুই পৃথক ব্যক্তি মামলা দায়েরের আবেদন জানান। মামলাকারীর দাবি, ঘটনার তদন্তে যে সিট গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক। মামলাকারীদের আবেদন হাই কোর্ট মঞ্জুর হয়েছে।

আরজি করের যুবতী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় কলকাতা হাই কোর্টে বিজয় সিঙ্ঘল জনস্বার্থ মামলা করেছিলেন। সেই বিজয় সিঙ্ঘলই কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডেও আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি আদালতের কাছে আবেদন জানান, কসবার ঘটনার তদন্তে যে সিট গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক। আজ, সোমবার তিনি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে তাঁর দাবি, কসবার ল কলেজের অনুমোদন নেই। অনুমোদন ছাড়া একটা কলেজ কী ভাবে চলছে? প্রশ্ন তুলেছেন তিনি। কলেজের ছাত্রীদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের কথাও বলেছেন। কলেজে ভর্তির জন্য যে ফি নেওয়া হচ্ছে, তাতে কী করে ইউনিয়নের চাঁদা যোগ করা করা হয়? সে প্রশ্নও তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী বিজয় সিঙ্ঘল। কলেজের নিরাপত্তা বিষয়ে আদালত নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হোক বলে আদালতের কাছে আর্জি জানিয়েছেন বিজয়।

এ দিন আইনজীবী সৌম্যশুভ্র রায়ও কসবার ল কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে আরও একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ।


Share