School Service Commission

মাত্র একদিনের মধ্যেই উচ্চ প্রাথমিক নিয়োগে বড় ধাক্কা! সুপার নিউমেরারির ১৬০০ পদ অবৈধ ঘোষণা কলকাতা হাই কোর্টের

উচ্চ প্রাথমিকের নিয়োগে বড় ধাক্কা কলকাতা হাই কোর্টে! শারীর ও কর্ম শিক্ষায় ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের জন্য তৈরি ১,৬০০ সুপার নিউমেরারি পদ খারিজ করল হাই কোর্ট। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:২৫

উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। বুধবার ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বহাল রাখায় রাজ্য সরকার স্বস্তি পেয়েছিল। কিন্তু মাত্র এক দিনের মধ্যেই অন্য মামলায় ধাক্কা খেল রাজ্য। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়ে দিল, নিয়মিত নিয়োগের ধাঁচে সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না, বিশেষ পরিস্থিতিতেই এমন পদ তৈরী করা হয়।

উচ্চ প্রাথমিকে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের উদ্দেশ্যে রাজ্য সরকার ১,৬০০টি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর জারি করা সেই দুই বিজ্ঞপ্তি বৃহস্পতিবার খারিজ করে দিল আদালত। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগেও ২০২২ সালের ডিসেম্বরে হাই কোর্ট সাময়িকভাবে সুপার নিউমেরারি পদ তৈরিতে স্থগিতাদেশ দিয়েছিল। যদিও ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের এই পদ সৃষ্টির সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। সেই রায় দেখিয়েই রাজ্য কলকাতা হাই কোর্টে সুপার নিউমেরারি পদের অনুমতি চেয়েছিল। কিন্তু চলতি বছরের ৭ মে বিচারপতি বসুর একক বেঞ্চ স্থগিতাদেশ বহাল রাখে। পরে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলেও সেখানেও একই নির্দেশ বজায় থাকে।


Share