Accident Took Place During Possession

শরৎ বোস রোডে দিয়ে ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার সময় দুর্ঘটনা, ট্রলির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার

মৃতার নাম রেণুকা সরকার। তিনি বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসের আদি বালক সঙ্ঘের প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। যাওয়ার কথা ছিল বাবুঘাটে।

ট্রলির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৪ অক্টোবর ২০২৫ ১২:১২

ফের প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় দুর্ঘটনা। শুক্রবার রাতে বালিগঞ্জের একটি ক্লাব শরৎ বোস রোড দিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা করে যাচ্ছিলেন। সেই সময় আচমকা ট্রলির নীচে পড়ে যান এক মহিলা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃতার নাম রেণুকা সরকার। তিনি বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসের আদি বালক সঙ্ঘের প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। যাওয়ার কথা ছিল বাবুঘাটে। নিয়ে যাওয়ার পথে ট্রলিতে চেপেছিলেন রেণুকা। শরৎ বসু রোডে আসতে কোনও ভাবে তিনি পড়ে যান। এর পরেই ট্রলির চাকা তার ওপর দিয়ে চলে যায়। বেশ কিছুটা টেনেও নিয়ে যায় রেণুকাকে। নজরে আসতেই ট্রলি থামিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় রেণুকাকে নিকটবর্তী এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

উল্লেখ্য, দশমীর মধ‍্যরাতে দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনে গিয়ে উৎসব চট্টোপাধ্যায় নামে এক বেহালার যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার মধ্যরাতে আলিপুর চিড়িয়াখানার সামনে ঘটনাটি ঘটে। জানা যায়, ওই যুবক লরির মাথায় বসেছিলেন। সেই সময় হাইটবারে ধাক্কা লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। উৎপলের সঙ্গে থাকা অন্যান্য সদস্যদের অভিযোগ করেন, হাইটবারে কোনও আলো ছিল না। আলো থাকলে দুর্ঘটনাটি এড়ানো যেত।


Share