Suicide In Metro

এসপ্লানেড মেট্রো স্টেশনের মরণ ঝাঁপ যুবকের! প্রায় এক ঘণ্টা পর ফের চালু পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

এসপ্লানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক। মেট্রোর তিনটি কামরায় ওপর দিয়ে চলে গিয়েছে। এর জেরে প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন অফিস ফেরত যাত্রীরা।

এসপ্লানেড মেট্রো স্টেশনে আত্মঘাতী যুবক।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। সোমবার সন্ধ্যায় এসপ্ল্যানেড স্টেশনে ঘটনাটি ঘটে। তার জেরে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো পরিষেবা। প্রায় এক ঘণ্টা পরে ফের চালু হয় মেট্রো পরিষেবা। সোমবার এর জেরে ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত দু’দিকেই পরিষেবা বন্ধ রাখা হয় । ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা।? 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মঘাতী হন। মেট্রো সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম কার্তিক দাস (৩৮)। তাঁর সঙ্গে একজন মহিলা ছিল। ঘটনা ঘটার পর সেই মহিলাকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে।? 

জানা গিয়েছে, এ দিন ওই ব্যক্তি আচমকা আপ লাইনে ট্রেনে সামনে ঝাঁপ দেন। ট্রেনের তিনটি কামরা ওই ব্যক্তির ওপর দিয়ে চলে যায়। পরে কামরা সরিয়ে দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় আরপিএফ কর্মীদের। আত্মঘাতী হওয়ার পরেই ওই ব্যক্তিকে উদ্ধার করতে আপ এবং ডাউন লাইনের তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় এক ঘণ্টা ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালানো হয়। তবে সম্পূর্ণ পথে মেট্রো না-চলায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পর পর স্টেশনেগুলিতে ট্রেন দাঁড়িয়ে যায়। ফলে অফিসফেরত যাত্রীরা সমস্যায় পড়েন। অনেকেই মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।? 

গত মাসেই কবি নজরুল স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তার আগেও একাধিক বার মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে উদ্বিগ্ন মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। যাত্রীদের প্রশ্ন, কেন মেট্রো কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ করছেন না?? 

সম্প্রতি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা রুখতে কালীঘাট স্টেশনের প্ল্যাটফর্মে পাকাপোক্ত ভাবে গার্ডরেল বসিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, দু’টি গার্ডরেলের মধ্যে যা ব্যবধান, তাতে কর্তৃপক্ষের আসল উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা কম। তবে ট্রেনে ওঠা নামার অসুবিধা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এ ছাড়াও শুধুমাত্র কালীঘাট স্টেশনে একটি দিকে গার্ডরেল বসিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা আটকানোর পরিকল্পনা কার্যত অবাস্তব বলেও প্রশ্ন তোলেন যাত্রীদের একাংশ।? 


Share