School Service Commission

মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিয়োগে নতুন মোড়, হাই কোর্টে জমা পড়ল এসএসসি’র পূর্ণাঙ্গ তালিকা

২০১৬-র মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা অবশেষে হাই কোর্টে জমা দিল SSC। সুপ্রিম কোর্ট চিহ্নিত অনিয়ম ঘিরে বিতর্কের মধ্যেই আদালতের নির্দেশে এই পদক্ষেপ। তালিকা প্রকাশে এখনও সম্মতি নয়, পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০১:২৫

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ ও কাউন্সেলিং–এ ডাকা প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা অবশেষে বুধবার কলকাতা হাই কোর্টে জমা পড়েছে। এর আগে ২৭ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তালিকাটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কিন্তু দীর্ঘ যুক্তি–পাল্টা যুক্তির পর এ দিন এসএসসি সেই তালিকা সরাসরি আদালতে জমা দেয়।

২০১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও সেই তালিকা থেকে নবম–দশম ও একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ করা হয়েছিল। সুপ্রিম কোর্ট তাঁদের ‘দাগি’ হিসেবে চিহ্নিত করে। সেই কারণেই আগের শুনানিতে বিচারপতি সিনহা ওই প্রার্থীদের তালিকা তলব করেছিলেন। এতদিন তা সামনে আসেনি।

এ দিন আদালত জানায়, প্যানেল বাতিলের পরও যে নিয়োগ হয়েছিল, সেই প্রার্থীদের দাগি হিসেবে চিহ্নিত করেনি কমিশন। সুপ্রিম কোর্ট যে তিন ধরনের অনিয়ম র‌্যাঙ্ক জাম্প, ওএমআরের অসঙ্গতি ও আউট–অফ–প্যানেল নিয়োগ চিহ্নিত করেছিল, এসএসসি শুধুমাত্র সেই অনিয়মে যুক্ত থাকা নামগুলিই প্রকাশ করেছিল। কমিশনের দাবি, আগেও আদালতের নির্দেশ মেনে তালিকা জমা দেওয়া হয়েছে, এবং প্রয়োজন হলে আবারও বিস্তারিত তথ্য-সহ জমা দিতে পারে। পরে আদালত নির্দেশ দেয়, এ দিনই তালিকা জমা দিতে হবে। সেই অনুযায়ী এসএসসি তালিকা পেশ করে।

ফলে মামলাকারীদের দাবি অনুযায়ী তালিকা প্রকাশে সিঙ্গল বেঞ্চ এখনও সম্মতি দেয়নি। মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি হবে।


Share