Fire Incident

শহরে ফের অগ্নিকাণ্ড! তারাতলায় ভস্মীভূত একাধিক ঝুপড়ি, আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের ছ’টি ইঞ্জিন

নারকেলডাঙার পর এ বার তারাতলার সিপিটি কলোনি। ভস্মীভূত একাধিক ঝুপড়ি। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

তারাতলার সিপিটি কলোনিতে অগ্নিকাণ্ড।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। নারকেলডাঙার পর এ বার তারাতলার সিপিটি কলোনিতে লাগল আগুন। সোমবার সন্ধ্যায় ওই এলাকার বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ছ’ট ইঞ্জিন। স্থানীয়রা দমকলের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভানোর কাজ করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করতে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।? 

আজ, সোমবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ তারাতলার ওই ঝুপড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা সামনে আসে। একের বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে অভিযোগ। দমকল কর্মীদের অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মিনিট দশেকের মধ্যে এলাকায় পৌঁছনো গিয়েছে বলে জানিয়েছে দমকল। তাঁরা জানিয়েছেন, “ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে। রাতের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। জনবসতিতে আগুন লাগলেও কোনও হতাহতের খবর নেই। তবে একাধিক বাড়ি পুড়ে যাওয়ায় মাথার ছাদ হারিয়েছেন বেশ কিছু মানুষ। বাড়ির ভিতরের একাধিক জিনিসপত্রও পুড়ে গিয়েছে।? 

আগুন লাগার খবর পেয়ে এ দিন এলাকায় গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন মেয়র বলেন, “কলকাতা শহরে অসংঘটিতভাবে এরা রয়েছে। আমারা তো ওদের বের করে দিতে পারি না। আমরা কলকাতায় একসঙ্গেই থাকি। এই সমস্যা হবেই। এই সমস্যার সমাধানও আমাদেরকেই করতে হবে।”? 

সম্প্রতি নারকেলডাঙার বস্তিতেও বিধ্বংসী আগুনে লেগেছিল। ঝলসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হতাহতের খবর না পাওয়া গেলেও নারকেলডাঙার আতঙ্কই উসকে দিল এ দিন তারাতলার আগুন।? 


Share