Fire Incident

কলকাতা থেকে পুরুলিয়াগামী চলন্ত বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে দমকলের চারটি ইঞ্জিন

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আগুন লেগেছে বলে জানা গিয়েছে। বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল। হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বিতীয় হুগলি সেতুতে যাত্রীবাহী বাসে আগুন।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট:১৭ এপ্রিল ২০২৫ ১২:০০

ফের চলন্ত বাসে লাগল আগুন। আজ বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি কলকাতা থেকে পুরুলিয়া দিকে যাচ্ছিল। হতাহতের খবর মেলেনি।? 

এ দিন রাতে পুরুলিয়া যাওয়ার উদ্দশ্যে বাসটি কলকাতা থেকে রওনা দেয়। বাবুঘাট থেকে বাসটি সেই মর্মে দ্বিতীয় হুগলি সেতু ধরে। পুলিশ সূত্রের খবর, বাসের নীচে আগুন দেখতে পায় পিছনে থাকা এক মোটরবাইক আরোহী। তখন ওই আরোহী বাসটিকে ধাওয়া করে। বাসের নীচে আগুন লেগেছে তা বলে চালককে সতর্ক করেন। এর পরই চালক বাসটিকে থামিয়ে দেন।? 

জানা গিয়েছে, আগুনের খবর পেয়ে বাসে থাকা যাত্রীদের মধ্যে হুরহুরি শুরু হয়। দরজার দিকে আগুন বেশি থাকায় আপৎকালীন দরজা ব্যবহার করে বাসে থাকা যাত্রীদের নামিয়ে আনা হয়। নেমে যায় বাসের চালক এবং কন্ডাক্টরও। মুহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বাসটি। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।? 

ঘটনাস্থলে রয়েছে কলকাতা এবং হাওড়া পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। কলকাতা থেকে হাওড়াগামী রাস্তা বন্ধ রয়েছে। একটি লেন দিয়ে যান চলাচল করছে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।? 


Share