Leonel Messi

যুবভারতীকান্ডে ধৃত দু’জন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাগেরবাজার থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে, পেশ করানো হবে আদালতে

গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অশান্তি ছড়ায়। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় তারকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। কারণ, নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যান। যেটুকু সময় তিনি মাঠে ছিলেন, সেই সময়ও সমর্থকেরা ফুটবলের রাজপুত্রের দেখা পাননি।

যুবভারতীকান্ডে গ্রেফতার দু’জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৬

শনিবার সকালে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে মোট দশটি ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে সরকারি কর্মীদের মারধর, সরকারি কর্মীকে জখম করা, গোলমাল পাকানোর মতো ধারা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, সম্পত্তি ভাঙচুর এবং অশান্তি পাকানোর অভিযোগের মামলাও দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা। তা দেখে দু’জনকে চিহ্নিত করা হয়। গতকাল রাতেই তাদের দমদমের নাগেরবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হবে। তার আগে ধৃতদের মেডিকেল পরীক্ষা করাবে পুলিশ।

গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অশান্তি ছড়ায়। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় তারকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। কারণ, নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যান। যেটুকু সময় তিনি মাঠে ছিলেন, সেই সময়ও সমর্থকেরা ফুটবলের রাজপুত্রের দেখা পাননি। কারণ তাঁকে ঘিরে ছিল তৃণমূলের নেতা-মন্ত্রী এবং তাঁদের সাগরেদরা। 

এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। বাকেট চেয়ার ভাঙচুর করে মাঠে ছোঁড়া হয়। স্টিলের ব‍্যারিকেড ভেঙে মাঠে নেমে পড়েন সমর্থকেরা। চলে তান্ডব। এমনকি কয়েক জন পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি করেন। অগ্নিসংযোগ করা হয় সোফায়। তার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই পুলিশের কাছে পৌঁছেছে। তা পরীক্ষা করে দেখেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

যুবভারতীতে তাণ্ডবের পরে শনিবারই দমদম বিমানবন্দর থেকে পাকড়াও করা হয় মেসির কলকাতা সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে। হিংসায় উস্কানি দেওয়া, আঘাত করা, সম্পত্তির ক্ষতি, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের হেনস্থার মতো অভিযোগে মামলা রুজু বিধাননগর পুলিশের। তাঁকে ইতিমধ্যে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওই ঘটনার পাশাপাশি যুবভারতীতে তাণ্ডবের ঘটনাতেও পৃথক তদন্ত চালাচ্ছে পুলিশ। এ বার ভাঙচুরের ঘটনাতেও দু’জনকে পাকড়াও করল পুলিশ। সব মিলিয়ে যুবভারতীকাণ্ডে এই নিয়ে তিন জনকে গ্রেফতার করা হল।


Share